স্বাধীনতা'র স্বাদহীনতা
শ্রেয়সী
মাটির কোলে কিম্বা সাদা পাতায়
স্বাধীনতার রঙ আঁকে ওরা।
খুচরোর অবয়বে খোঁজে স্বাধীনতার ঠিকানা ।
ধুলোর শরীরে লেগে থাকে সন্ধ্যাতারার গন্ধ।
ওদের দিন শুরু হয় নিয়ম মাফিক শিশুশ্রমের কবিতায়।
তবু ওরা খিদে বিক্রির অবসরে এঁকে যায়
একটা, দুটো, অজস্র স্বাধীনতা।
ওদের ক্লান্তির তিনরঙায়,
আমাদের তিলোত্তমা হয়ে ওঠে স্বাধীন, গর্বিত জননী ।
খিদের নিশানা ওড়ায় পার্লামেন্ট ।
লাল-সবুজ আবীরে রঙিন হয় শহর।
হাওয়ার কানে কানে ভেসে আসে প্রতিশ্রুতিরা।
আর স্থানীয় অমুকবাবু, তমুকবাবু'রা
স্বাধীনতার মঞ্চে অমূল্য ভাষনের পর
ওদের হাত থেকেই তুলে নেন গরম চায়ের গ্লাস।
তবু ওরা স্বাধীনতা খোঁজে – ধুলো আকা পৃথিবীর বুকে,
সস্তার ডাংগুলি'তে, চুরি করে পাওয়া দু-একটা সময় আবর্তে।
স্বাধীনতা খোজে অবিরাম।
আর আমার স্বাধীন দেশের অলিতে, গলিতে
ডানা মেলে মানবিকতা তথা গণতন্ত্রের বিলাসী ধ্বজা ।
আক্ষরিক অর্থেই আমরা স্বাধীন।
মাটির কোলে কিম্বা সাদা পাতায়
স্বাধীনতার রঙ আঁকে ওরা।
খুচরোর অবয়বে খোঁজে স্বাধীনতার ঠিকানা ।
ধুলোর শরীরে লেগে থাকে সন্ধ্যাতারার গন্ধ।
ওদের দিন শুরু হয় নিয়ম মাফিক শিশুশ্রমের কবিতায়।
তবু ওরা খিদে বিক্রির অবসরে এঁকে যায়
একটা, দুটো, অজস্র স্বাধীনতা।
ওদের ক্লান্তির তিনরঙায়,
আমাদের তিলোত্তমা হয়ে ওঠে স্বাধীন, গর্বিত জননী ।
খিদের নিশানা ওড়ায় পার্লামেন্ট ।
লাল-সবুজ আবীরে রঙিন হয় শহর।
হাওয়ার কানে কানে ভেসে আসে প্রতিশ্রুতিরা।
আর স্থানীয় অমুকবাবু, তমুকবাবু'রা
স্বাধীনতার মঞ্চে অমূল্য ভাষনের পর
ওদের হাত থেকেই তুলে নেন গরম চায়ের গ্লাস।
তবু ওরা স্বাধীনতা খোঁজে – ধুলো আকা পৃথিবীর বুকে,
সস্তার ডাংগুলি'তে, চুরি করে পাওয়া দু-একটা সময় আবর্তে।
স্বাধীনতা খোজে অবিরাম।
আর আমার স্বাধীন দেশের অলিতে, গলিতে
ডানা মেলে মানবিকতা তথা গণতন্ত্রের বিলাসী ধ্বজা ।
আক্ষরিক অর্থেই আমরা স্বাধীন।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন