২৯ জানু, ২০১৪

রাফসান জানী

খুনসুটি
রাফসান জানী



বলেছি ভালোবাসি, শুনতে পারনি ?
কথামালার খুনসুটিতে সব।
আপন হয়েছি সে তো জানি,
শুধু এতোটুকু জানিয়ে দিও,
বিশ্বাস হৃদয়ের কতোটা জুড়ে।

গান শুনিয়েছি। কান পাতনি ?
মন বাতাসে ভাসিয়ে দিয়েছি শুধু তোমার জন্য।
ব্যাথার বেহালায় বাজা কথাগুলো
সুরে সুরে একমনে বলেছে ভালোবাসি, ভালোবাসি।
হা হা হা দেখো, ওপরের কথা গুলো
কিংবা প্রাণে বাজা গানের প্রতিটা শব্দ
খুনসুটিতে ভরা।
আমায় খুঁজে দেখো নয়তো প্রেম...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন