সম্পাদকীয়
শীত এলো আবার ঝঞ্ঝার দাপটে সে নিজেই কাঁথামুড়ি নিয়েছে তবু ক্রিসমাসের ছুটিতে আমরা মশগুল। ক্রিসমাসকে বড়দিন মেনে,নিউ ইয়ার কে নববর্ষ করে উল্লাসে,হুল্লোড়ে আমরা কত কি না করতে পারি এই ছুটির অবসরে। এই অবসরে,চার রাজ্য সহ খোদ রাজধানীতে আরেক ঝঞ্ঝার দাপটে দেশের রাজনীতি উত্তাল। নতুন আশার বাতি জ্বালিয়ে আসা ক্ষমতার সমীকরণে কি ঘটে তা দেখার আশায় উন্মাদ আমরা।দেখা যাক আগে কি হয়। বরদিনের-নববর্ষের হুল্লোড় ছাড়িয়ে পিকনিকে তো যেতেই হবে আমাদের।
কংক্রিটের জঞ্জাল ছাড়িয়ে বেড়িয়ে পড়তেই, দুচোখে দুপাশের ফসল কেটে ঘরে তোলার মেহনতি হাতেরা সলাজ হাসিতে ডেকে নেবে আমাদের। কোথাও তখন শীতের লোভ আনা সব্জীগুলো হাতছানি দিয়েছে। যদিও আজ ওদের গায়ে হাত দিলেও হাত পুড়ে যাবে। চড়িভাতির অবসরে,অন্ত্যক্ষরি,খালি গলার গানের সাথে হয়ে যাক না দুটো স্বরচিত লেখার পাঠোধ্বারের কাজ। চারিপাশের চোখ বোলানো রঙে রেঙে উঠুক মনের কোরা কাগজখানা। এসব নিয়েই এবারের প্রেরণার উপাচার। পরিবারের সকলের কাঁচা হাতের রান্নাতে নিজেরাই নাহয় মশগুল হয়ে যাই না এবারটা।
শীত এলো আবার ঝঞ্ঝার দাপটে সে নিজেই কাঁথামুড়ি নিয়েছে তবু ক্রিসমাসের ছুটিতে আমরা মশগুল। ক্রিসমাসকে বড়দিন মেনে,নিউ ইয়ার কে নববর্ষ করে উল্লাসে,হুল্লোড়ে আমরা কত কি না করতে পারি এই ছুটির অবসরে। এই অবসরে,চার রাজ্য সহ খোদ রাজধানীতে আরেক ঝঞ্ঝার দাপটে দেশের রাজনীতি উত্তাল। নতুন আশার বাতি জ্বালিয়ে আসা ক্ষমতার সমীকরণে কি ঘটে তা দেখার আশায় উন্মাদ আমরা।দেখা যাক আগে কি হয়। বরদিনের-নববর্ষের হুল্লোড় ছাড়িয়ে পিকনিকে তো যেতেই হবে আমাদের।
কংক্রিটের জঞ্জাল ছাড়িয়ে বেড়িয়ে পড়তেই, দুচোখে দুপাশের ফসল কেটে ঘরে তোলার মেহনতি হাতেরা সলাজ হাসিতে ডেকে নেবে আমাদের। কোথাও তখন শীতের লোভ আনা সব্জীগুলো হাতছানি দিয়েছে। যদিও আজ ওদের গায়ে হাত দিলেও হাত পুড়ে যাবে। চড়িভাতির অবসরে,অন্ত্যক্ষরি,খালি গলার গানের সাথে হয়ে যাক না দুটো স্বরচিত লেখার পাঠোধ্বারের কাজ। চারিপাশের চোখ বোলানো রঙে রেঙে উঠুক মনের কোরা কাগজখানা। এসব নিয়েই এবারের প্রেরণার উপাচার। পরিবারের সকলের কাঁচা হাতের রান্নাতে নিজেরাই নাহয় মশগুল হয়ে যাই না এবারটা।
“প্রেরণা অনলাইন”- এর সম্পাদকমন্ডলীর পক্ষে
কাশীনাথ গুঁই।
কাশীনাথ গুঁই।
1 কমেন্টস্:
"নব আনন্দে জাগো আজি নব রবিকিরনে ..."
ধন্যবাদ - ভালোবাসা - শুভেচ্ছা
প্রেরণা পরিবার কে।
নতুন বছরের আগাম শুভকামনা।
একটি মন্তব্য পোস্ট করুন