স্বাগতম
রমা চোঙদার
পৃথ্বীর তন্দ্রা জড়ানো কুঁড়ির চোখে
সোহাগী আলোর চুম্বন দিয়ে
ফুলের হৃদয় জাগ্রত করে ভোরের রক্তিম অরুণ,
পৃথ্বীর দূর্বা কোমল হৃদয় শিহরিত হয়ে কাঁপে,
ধীরে ধীরে অরুণ পৃথ্বীর মনের সাগরে স্নান করে,
সময়ের সাথে সাথে হাওয়ার তরঙ্গে পাল তুলে,
প্রেমের জোয়ারে ভেসে যায় পৃথ্বী।
ঠিক তখনই দূরে, ঐ সবুজ দ্বীপে
পাখীদের কণ্ঠে মুখরিত হয় ভৈরবীর আলাপ।
নীলাম্বরী শাড়ি পরে কাজলাদিঘির লাজুক চোখে
অরুণকে দেয় খুশীর সদ্য ফোটা গোলাপ,
পৃথ্বীর হৃদয়ের আঙিনায়
উপস্থিত শুভপয়লাবৈশাখ।
রমা চোঙদার
পৃথ্বীর তন্দ্রা জড়ানো কুঁড়ির চোখে
সোহাগী আলোর চুম্বন দিয়ে
ফুলের হৃদয় জাগ্রত করে ভোরের রক্তিম অরুণ,
পৃথ্বীর দূর্বা কোমল হৃদয় শিহরিত হয়ে কাঁপে,
ধীরে ধীরে অরুণ পৃথ্বীর মনের সাগরে স্নান করে,
সময়ের সাথে সাথে হাওয়ার তরঙ্গে পাল তুলে,
প্রেমের জোয়ারে ভেসে যায় পৃথ্বী।
ঠিক তখনই দূরে, ঐ সবুজ দ্বীপে
পাখীদের কণ্ঠে মুখরিত হয় ভৈরবীর আলাপ।
নীলাম্বরী শাড়ি পরে কাজলাদিঘির লাজুক চোখে
অরুণকে দেয় খুশীর সদ্য ফোটা গোলাপ,
পৃথ্বীর হৃদয়ের আঙিনায়
উপস্থিত শুভপয়লাবৈশাখ।
5 কমেন্টস্:
অনবদ্য...... লেখনী।
ভালো
Sundar lekha
sundar
Besh Bhalo Laglo
একটি মন্তব্য পোস্ট করুন