নিমন্ত্রণ
উজ্জ্বল ঘোষ
ঝরা পাতায় পাঠিয়ে দিও
তোমার নিমন্ত্রণ।
ফাগুন পলাশ সাজিয়ে তোমায়
করবো আমন্ত্রন।।
শাল বনেতে বাজবে মাদল
গাইবে গান কোকিল।
বইবে বাতাস নেচে নেচে-
বাজবে নুপুর সন্ সন্ সন্ সন্
ঝড়বে শিমুল বারি
করবে আলিঙ্গন-
সাঁঝের বেলায় জ্বালবো প্রদীপ-
হাসবে তোমার মন।।
ঝরা পাতায় পাঠিয়ে দিও
তোমার নিমন্ত্রণ।।
উজ্জ্বল ঘোষ
ঝরা পাতায় পাঠিয়ে দিও
তোমার নিমন্ত্রণ।
ফাগুন পলাশ সাজিয়ে তোমায়
করবো আমন্ত্রন।।
শাল বনেতে বাজবে মাদল
গাইবে গান কোকিল।
বইবে বাতাস নেচে নেচে-
বাজবে নুপুর সন্ সন্ সন্ সন্
ঝড়বে শিমুল বারি
করবে আলিঙ্গন-
সাঁঝের বেলায় জ্বালবো প্রদীপ-
হাসবে তোমার মন।।
ঝরা পাতায় পাঠিয়ে দিও
তোমার নিমন্ত্রণ।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন