২৩ মে, ২০১৪

মিনহাজুল ইসলাম (অন্তর)

অতিথি বৈশাখ
মিনহাজুল ইসলাম (অন্তর)



স্তব্ধ নিসর্গের নীলাভ আমন্ত্রণে
চৈত্র পেরিয়ে সময় এসে পৌঁছেছে বৈশাখের শানবাধাঁনো ঘাটে-
নোঙর ফেলেছে গ্রন্থিল বাহুবিশিষ্ট মাঝি
ধান- দূর্বা দিয়ে বরণ করতে এগিয়ে এসেছে ঘোমটা পরা নিসর্গেরবধূ –
রুক্ষতার লাল রঙে পা ডুবিয়ে ময়লা ধূয়ে পরিষ্কারচ্ছন্ন হয়ে
এখন নিদাঘ সময় উঠবে গিয়ে নিসর্গের বাড়িতে –
সেখানে অবস্থান করবে,
মাসখানেক নিসর্গকে দিয়ে যাবে ইষৎ পরিবর্তনের ছোঁয়া
কিছু শূণ্যতাকে ভরে দেবে পূর্ণতায়,
অস্পৃশ্যতাকে ছুঁয়ে দেবে মৃদু লজ্জায়,
বিবর্ণ সত্তাকে রাঙিয়ে দেবে মাল্টি কালার রঙের সুষমায়,
কষ্টের অস্তিত্বকে উড়িয়ে দেবে উৎসব- আনন্দের ইচ্ছেডানায় ...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন