কবিতাপাঠ
ব্রতী মুখোপাধ্যায়
এক একটি শব্দ দেবশিশুর মুখ, পাপস্পর্শ নেই
রেশমের শরীর এক একটি শব্দের
অসাধারণ আলোর খেলা --- হলুদ, নীল, শ্যামল, লাল
হৃদয়খালির মাঠ
এক একজন মায়ের চোখ
এক একজন তাকিয়ে, মনোরমা
মনোরমা, ভালোবেসেও, আমার সঙ্গে আসে নি
কেউ কিন্তু বন্ধুই, ক্রান্তিকালের, বয়ঃসন্ধিকালের
ভালোই লাগছিল
বুক একসময় আঙুল হয়ে, আদর করতে চেয়ে
তখন ওই ভেজা ভেজা, জল, জলের শুকনো রেখা
চোখের জল, আমি চিনি
হায়, হায়, আঙুলের ডগায় এমন লাল, রক্ত, রক্ত আমার চেনা
এইসব আবার কি ? ছাইদানা, স্বপ্নপালক পুড়ে পুড়ে
কোথায় যে ছিল!
না ভাই, পড়ছিলাম কবিতা, লিখেছেন ভাইবন্ধু কেউ, এইসময় ...
ব্রতী মুখোপাধ্যায়
এক একটি শব্দ দেবশিশুর মুখ, পাপস্পর্শ নেই
রেশমের শরীর এক একটি শব্দের
অসাধারণ আলোর খেলা --- হলুদ, নীল, শ্যামল, লাল
হৃদয়খালির মাঠ
এক একজন মায়ের চোখ
এক একজন তাকিয়ে, মনোরমা
মনোরমা, ভালোবেসেও, আমার সঙ্গে আসে নি
কেউ কিন্তু বন্ধুই, ক্রান্তিকালের, বয়ঃসন্ধিকালের
ভালোই লাগছিল
বুক একসময় আঙুল হয়ে, আদর করতে চেয়ে
তখন ওই ভেজা ভেজা, জল, জলের শুকনো রেখা
চোখের জল, আমি চিনি
হায়, হায়, আঙুলের ডগায় এমন লাল, রক্ত, রক্ত আমার চেনা
এইসব আবার কি ? ছাইদানা, স্বপ্নপালক পুড়ে পুড়ে
কোথায় যে ছিল!
না ভাই, পড়ছিলাম কবিতা, লিখেছেন ভাইবন্ধু কেউ, এইসময় ...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন