২৩ মে, ২০১৪

কাজলী চক্রবর্তী

আসবে তো ফিরে
কাজলী চক্রবর্তী



জানো , আমি প্রহর গুনি?
আমি প্রহর গুনি শিশু সূর্যোদয় থেকে বার্ধক্যের সূর্যাস্ত পর্যন্ত ।
নবজাত ফিকে সন্ধ্যে থেকে নিকষ নিশি পর্যন্ত
শুধু তোমার প্রত্যাগমনের আশে !!

জানো , আমি প্রহর গুনি?
আমি প্রহর গুনি ছাতিম ফুলের উগ্র সুবাসে,
দোয়েল-কোয়েলের সুর মুর্ছনায়,
মেজাজী চৈত্র্যের ঘুঘু ডাকা দুপুরে বেগুনি ফুল ফুল ছাতায়
আমার হারিয়ে যাওয়া হৃদয়কে খুঁজে পেতে !!

জানো , আমি প্রহর গুনি?
আমি প্রহর গুনি প্রথম বৃষ্টির সোঁদা গন্ধে,
ঝিলমিল রামধনুর লাজুক আলোয় ,
শ্যামলা মেয়ের কলসকাঁখে মেঠো গ্রাম্য পথে
আমার সকাল,দুপুর ,সাঁঝবেলা কাটে তোমার প্রতীক্ষায় ।
শুধুই তোমার প্রত্যাগমনের আশে
তুমি আসবে তো ফিরে শেষ প্রহরে?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন