পিছনে তাকানো
প্রণব বসুরায়
স্বর্ণ-ঊর্ণনাভ থেকে স্তব্ধতা, নির্মোক সত্য
উত্তরের হিম-গন্ধ সমেত ।
বন্ধুত্ব, প্রণয়, অপ্রণয় ইত্যাকার অলৌকিক শব্দগুলি
পারলৌকিক জ্ঞানে সম্পৃক্ত...
#
তবুও তো অশ্বপৃষ্ঠে গমনের কালে
উপলখন্ড বাঁচিয়ে পিছনে তাকালে
শান্ত বনান্তের টিয়া রং
রঙে রঙে রংবাহার...
#
তবে কেন পারলৌকিক জ্ঞান!
তবে কেন পিছনে তাকানো ?
প্রণব বসুরায়
স্বর্ণ-ঊর্ণনাভ থেকে স্তব্ধতা, নির্মোক সত্য
উত্তরের হিম-গন্ধ সমেত ।
বন্ধুত্ব, প্রণয়, অপ্রণয় ইত্যাকার অলৌকিক শব্দগুলি
পারলৌকিক জ্ঞানে সম্পৃক্ত...
#
তবুও তো অশ্বপৃষ্ঠে গমনের কালে
উপলখন্ড বাঁচিয়ে পিছনে তাকালে
শান্ত বনান্তের টিয়া রং
রঙে রঙে রংবাহার...
#
তবে কেন পারলৌকিক জ্ঞান!
তবে কেন পিছনে তাকানো ?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন