২৩ মে, ২০১৪

বিমল সরকার

লেক
বিমল সরকার



জলের কাছাকাছি গেলেই ,
অনুভবে টের পাই তোর গন্ধ।

স্পর্শকাতর জলের তরঙ্গ
কচুরিপানায় ধাক্কা খেয়ে ,
ফিরে আসে তোর ফেলে আসা কোলে ,
তোর স্পর্শ মেখে হিম হয়ে দাঁড়ায়
বনজ ইউক্যালিপটাস ।

একটি পাতা নিঃসঙ্গ উদাসীন ,
ঝরে পড়ে হাতের তালুতে ,
পাতার স্পর্শে টের পাই ,
অনুচ্চার হাসিতে কেঁপে ওঠা ঠোঁট ।

তিরতির হাওয়া আর জলজ ঘ্রাণ ,
চিনে গেছে তোর নিত্য আসা যাওয়া ,
শীতের দুপুর তখন
মসৃণ ত্বকে পিছলে পড়া রোদ ।

সযত্নে লুকিয়ে রাখি জামার আস্তিনে ,
তোর খোঁজে আসা ঝরে পড়া পাতা ,
যখন এমন তুই আনমনা উদাস ,
পৌঁছে দিই সবুজ পাতা তোর জিম্মায় ।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন