২৩ মে, ২০১৪

কাশীনাথ গুঁই

সম্পাদকীয় :


বর্ষচক্র নিয়মেই চলে। তাই আবার চৈত্র অবসান – এল মহাভৈরবের হর্ষসাথী এই রুদ্র বৈশাখের সকাল। সব না পাওয়া অবসাদ ঘুচিয়ে এল নববর্ষের নতুন আশা । এর মাঝেই রাজনীতির দামামা – লোকসভার উমেদারী। নীতিহীন নেতাদের নরমে গরমে ভিক্ষা পাত্র হতে এগিয়ে আসা – মিডীয়ার ফাটকাবাজী আর বাজারের অগ্নিমূল্য। যথাপূর্বং সেই গড্ডলিকার গা ভাসানো আবার নাহলে মঞ্চ থেকে দেওয়া আস্ফালন নেমে আসবে মাথায় উপরে। কত মায়ের কোলখালি হওয়া, প্রিয়হীন কান্নার শিরশিরানী। তবুও ঋতুচক্রের টানে কলম যে হল বিমনা। কলমচীরা থামে কিভাবে – গান, গল্প, কবিতা, রম্যরচনারা যে রাতের ঘুম ভাঙিয়ে আদায় করে নেয় তাদের পাওনা। প্রভাত আলোকে মুক্তি খোঁজা আলোর মতই তাই নানা উপাচারে আজ প্রেরণার ডালি সাজিয়ে এলাম আমরা। এসনা একসাথে গাইতে – না পারলে সাথে থেকে উৎসাহের ছায়া দিতে পারবেতো বন্ধুরা।


কাশীনাথ গুঁই,
সম্পাদকমণ্ডলীর পক্ষে।

1 কমেন্টস্:

Unknown বলেছেন...

রইলাম সাথে , হাতে হাতে ...

একটি মন্তব্য পোস্ট করুন