২৩ মে, ২০১৪

ব্রতীন বসু

এক কবিতার দুঃখ
ব্রতীন বসু



এক কবিতা অনেক ভাবনাচিন্তা করে মনস্থির করলো কবির সাথে দেখা করবে,তাকে একবার যেতেই হবে,অনেক দেরি হয়ে গেছে,এখন না গেলে হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না ।

একশো বছর পেরিয়ে গেছে কবি ওকে ফেলে চলে গেছেন স্বর্গলোকে,কিন্তু মহাকবি,সবাই চেনে, খুঁজে নিতে অসুবিধে হল না । রাস্তায় রবীন্দ্রনাথের সাথে দেখা হল ।

পেন্নাম গুরুদেব, আমার কবি কোথায় আছে বলে দিতে পারেন ।

তুমি কোন কবিতা, তোমার নাম কি ?

আজ্ঞে, আমাকে আপনি চিনবেন না,পলাশীর যুদ্ধ আমার সহোদর ।

ও নবীন সেন কে খুঁজছ, ওইদিকে যাও পেয়ে যাবে । গিয়ে দেখি কবি মেঘের বুকে গোলাপ গাছ

লাগাচ্ছেন ।

নমস্কার কবি,আপনাকে সামনে কোনদিন আর দেখতে পাবো ভাবিনি, কি যে আনন্দ হচ্ছে আমার,কি করে যে বোঝাই আপনাকে ?

আহ, বিরক্ত কর না,দেখছ না, মেঘদের কষ্ট হয়, আজকাল মেঘলা দিনে নতুন প্রেমিক প্রেমিকাদের মনে আর কাঁটা ফোটে না, তাই একটা ব্যবস্থা করছি,পরে এসো ।

আমাকে আপনি চিনতে পারলেন না?

কে তুমি, কবি মন দিয়ে গাছ লাগাতে লাগলেন, ঘাড় ঘুরিয়ে দেখলেন ও না ।

আমি আপনার সৃষ্টি , আমাকে কেউ পড়ে না,আমি,আমি,আমি খুব ক্লান্ত,আমাকে মুক্তি দিন ।

কবি ঘাড় ঘুরিয়ে দেখলেন । সারা গায়ে সব কাটা, শুধু একটা আমি শব্দ কাটা হয়নি, সেই আমিত্বের জ্বালা, একাকীত্ব,গর্ব, যেন এক সংঘর্ষের মৌচাক ।

কবি সযত্নে গোলাপ পাতা দিয়ে মুছে দিলেন আমি শব্দটি ।

আজ থেকে তুমি আমার ভেতর আবার ফিরে এলে,চল এক সাথে মেঘের দুঃখ ঘোচাই ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন