২৩ মে, ২০১৪

সৌমিত্র চক্রবর্তী

নতুন বছর রাত্রি উধাও
সৌমিত্র চক্রবর্তী



রাতবিরেতে রাতচরারা
ডঙ্কা দিয়ে মুখোশ খোলে,
একলা পথের একলা আলো
চুপটি করে মুখটি বোজে।

রাতবিরেতে কালোর পোঁচে
হৃদয় শব্দ বালির নিচে,
রক্তচোষা ডানা ঝাপটায়
শার্সি খোলা জানলাপথে।

রাতবিরেতে কষ্ট কবির
নষ্ট কলম চোখ মেরে যায়,
কুকুর ডাকে মাতাল হাঁকে
আঁখমিচোলি আলোয় ছায়ায়।

রাতবিরেতে ক্যালকুলেটর
আগুনচোখে চিন্তা ধরায়,
না মেলা সব হিসাব এনে
মস্তিষ্কে এসিড ঝরায়।

রাতবিরেতের কারিকুরি
ঝগড়ুটে ঝড় লালের আকাশ,
সকাল এলেই নতুন বছর-
সকাল এলেই ভোকাট্টা।

1 কমেন্টস্:

Soumitra Chakraborty বলেছেন...

চমৎকার প্রেরণাদীপ্ত।

একটি মন্তব্য পোস্ট করুন