২৩ মে, ২০১৪

বিজয় ঘোষ

অণুকবিতা
বিজয় ঘোষ


(১) অনন্ত জীবন

আকাশের নীলে আছে অনন্ত জীবন
জীবনের ঠোঁটে আঁকা মৃত্যু কথন
এবার ভাসাও নৌকো অনন্ত ভাসানে
আকাশের ধ্রুবতারা মিটি মিটি হাসে ।

(২) অনুপমা

তুমি আমার রৌদ্রদগ্ধ তীব্র দহন
তুমি আমার বৃষ্টি ভেজা অবগাহন
তুমি আমার চিরকালীন রূপকথা
তুমি আমার বেলাশেষের নষ্ট ব্যথা !

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন