২৩ মে, ২০১৪

রিঙ্কু দাশ

আজ ফাগুনে
রিঙ্কু দাশ



অন্তঃসলিলা আগুন জ্বেলেছ প্রাণে
বৈকালিক বৃষ্টি আসুক নেমে ;
কোন দূরে সুদূর অজানিয়া সুর
নীল জানালায় উদাসী অন্তঃপুর --
আসা যাওয়ার পথের বাঁকে
সুর পুড়িয়ে আগুন জ্বেলে রাখে !
পলাশ শিমুল নির্বাসিত , একা কিংশুক......
আজ ফাগুনে বৃষ্টি বুকে অন্তঃসলিলা আগুন জ্বলুক ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন