নো এন্ট্রি
আকাশ দত্ত
শহরের জনপদ চীরে
যে সর্পিল মিছিলটা
রান্নাঘরের চৌকাঠ পর্যন্ত ডিঙিয়ে গ্যাছে,
কামদুনি, মোমবাতি, ধর্নার হার্ডল পেরিয়ে
এটা তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা
পতপত
উড়িয়ে দেওয়া রঙে
যে বাইশবছরটা
ধোপদূরস্ত ক্যানভাসিং এ ব্যস্ত,
গত দেড় বছর ধরে তার শেজো বোনটা
রোজ রাত্তিরে পার্টিসম্পাদকের বাড়ী যায়
বাধ্যতামূলক টিভি দেখতে
নগরে বন্দরে
কয়েকটি জারজ জিজ্ঞাসার
ভুল যাতায়াত ছাড়া
এ সর্বাঙ্গ খুলে দেওয়াতে নতুনত্ব কিছু নেই
আনুষ্ঠানিক খবরে প্রকাশ,
সরলরেখা বরাবর হেঁটে চলা
রাস্তাটাও বেবাক ভুলে গ্যাছে
সোজাসাপটার বৈচিত্র্য বোঝাতে
শেষ কবে ব্যবহার করা হয়েছে তাকে
আকাশ দত্ত
শহরের জনপদ চীরে
যে সর্পিল মিছিলটা
রান্নাঘরের চৌকাঠ পর্যন্ত ডিঙিয়ে গ্যাছে,
কামদুনি, মোমবাতি, ধর্নার হার্ডল পেরিয়ে
এটা তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা
পতপত
উড়িয়ে দেওয়া রঙে
যে বাইশবছরটা
ধোপদূরস্ত ক্যানভাসিং এ ব্যস্ত,
গত দেড় বছর ধরে তার শেজো বোনটা
রোজ রাত্তিরে পার্টিসম্পাদকের বাড়ী যায়
বাধ্যতামূলক টিভি দেখতে
নগরে বন্দরে
কয়েকটি জারজ জিজ্ঞাসার
ভুল যাতায়াত ছাড়া
এ সর্বাঙ্গ খুলে দেওয়াতে নতুনত্ব কিছু নেই
আনুষ্ঠানিক খবরে প্রকাশ,
সরলরেখা বরাবর হেঁটে চলা
রাস্তাটাও বেবাক ভুলে গ্যাছে
সোজাসাপটার বৈচিত্র্য বোঝাতে
শেষ কবে ব্যবহার করা হয়েছে তাকে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন