প্রতিশ্রুতি
ইন্দ্রানী সরকার
একান্নতম পীঠে তোমার আসার প্রতিশ্রুতি
বৃষ্টিতে ভেজা গোলাপের পাপড়ি হয়ে
ঝরে পড়ে আমার সারা শরীরে।
করমচা রঙা হাত আমার হাতে রেখে
মৃদু মৃদু নিঃশ্বাসে যখন বলে ওঠো ভালোবাসি,
প্রতিটি নিঃশ্বাসে থাকে গোলাপের সৌরভ।
মনে হয় এত কাছে কখনো আসি নি আগে
বিকেলের রাঙানো মেঘ উঁকি মেরে দেখে যায়
আমাদের এই আবেশে জড়ানো আবেগ।
বাতাসে তখনো তোমার গন্ধে মাখা আমেজ
এত অফুরান হাসি কি করে আসে ?
আকাশের নীলে তোমারি আঁকা সবুজ।
ইন্দ্রানী সরকার
একান্নতম পীঠে তোমার আসার প্রতিশ্রুতি
বৃষ্টিতে ভেজা গোলাপের পাপড়ি হয়ে
ঝরে পড়ে আমার সারা শরীরে।
করমচা রঙা হাত আমার হাতে রেখে
মৃদু মৃদু নিঃশ্বাসে যখন বলে ওঠো ভালোবাসি,
প্রতিটি নিঃশ্বাসে থাকে গোলাপের সৌরভ।
মনে হয় এত কাছে কখনো আসি নি আগে
বিকেলের রাঙানো মেঘ উঁকি মেরে দেখে যায়
আমাদের এই আবেশে জড়ানো আবেগ।
বাতাসে তখনো তোমার গন্ধে মাখা আমেজ
এত অফুরান হাসি কি করে আসে ?
আকাশের নীলে তোমারি আঁকা সবুজ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন