২৩ মে, ২০১৪

পাপিয়া গাঙ্গুলী

অণুকবিতা
পাপিয়া গাঙ্গুলী



আঁজলা ভরে ঠোঁট তুলে নিলে ,
শুককীট হয়ে যায় প্রজাপতি
আর পলাশ রাঙ্গা লাজুক উত্তাপে
নামে অকাল বসন্ত


নিস্তব্ধতার এক রহস্য থাকে
ওরনা ঢেকে, গোলাপী গল্পরা ...
অদৃশ্য হাতছানি দেয়


দুহাত বাড়ালে,
বুকের মাঝে যতটুকু জমি
ততটুকু লিখে দিও আমার নামে


কিছু মুহূর্ত উড়ে বেড়ায়,
কুঁচো কাগজের মতো-
মন খারাপি হাওয়ায়


মন খারাপ তুমি
পাপোষে
পা মুছতে জাননা !

2 কমেন্টস্:

mayukhd বলেছেন...

Khub bhalo laglo...

Mayukh

Papia বলেছেন...

Dhonnyobaad Mayukh.

একটি মন্তব্য পোস্ট করুন