অণুকবিতা
পাপিয়া গাঙ্গুলী
১
আঁজলা ভরে ঠোঁট তুলে নিলে ,
শুককীট হয়ে যায় প্রজাপতি
আর পলাশ রাঙ্গা লাজুক উত্তাপে
নামে অকাল বসন্ত
২
নিস্তব্ধতার এক রহস্য থাকে
ওরনা ঢেকে, গোলাপী গল্পরা ...
অদৃশ্য হাতছানি দেয়
৩
দুহাত বাড়ালে,
বুকের মাঝে যতটুকু জমি
ততটুকু লিখে দিও আমার নামে
৪
কিছু মুহূর্ত উড়ে বেড়ায়,
কুঁচো কাগজের মতো-
মন খারাপি হাওয়ায়
৫
মন খারাপ তুমি
পাপোষে
পা মুছতে জাননা !
পাপিয়া গাঙ্গুলী
১
আঁজলা ভরে ঠোঁট তুলে নিলে ,
শুককীট হয়ে যায় প্রজাপতি
আর পলাশ রাঙ্গা লাজুক উত্তাপে
নামে অকাল বসন্ত
২
নিস্তব্ধতার এক রহস্য থাকে
ওরনা ঢেকে, গোলাপী গল্পরা ...
অদৃশ্য হাতছানি দেয়
৩
দুহাত বাড়ালে,
বুকের মাঝে যতটুকু জমি
ততটুকু লিখে দিও আমার নামে
৪
কিছু মুহূর্ত উড়ে বেড়ায়,
কুঁচো কাগজের মতো-
মন খারাপি হাওয়ায়
৫
মন খারাপ তুমি
পাপোষে
পা মুছতে জাননা !
2 কমেন্টস্:
Khub bhalo laglo...
Mayukh
Dhonnyobaad Mayukh.
একটি মন্তব্য পোস্ট করুন