৩০ ডিসে, ২০১৩

কবিতা - গৌতম চট্টোপাধ্যায়

মৃতপ্রায়
গৌতম চট্টোপাধ্যায়



বাকি আরও একটি দিন,
নিষ্প্রভ দীপশিখা মুখ তুলে চায়,
জ্বলন্ত কোমল প্রবাহে।
এ রূপময় রঙ্গমঞ্চে,
এসেছ একা যাও তবে ক্ষণে,
কাঠের পুতুল করে খেলা প্রাণে।

কিছু আধ চিমটি,
ভোতা নখ খেলতে ব্যর্থ;
বর্ণনামুখি মহিমা তোমার,
তৃষ্ণায় ফাটা বুক বিন্দুর খোঁজে।
একই গুচ্ছ একই শব্দ,
একলাই হেটে চলে পদ্মা নদীর মাঝি,
সাহিত্য জানো কি?জানিনে,
মানুষ মর্যাদা আসেনি।

ঠায় নেই জগতে,
কুশল মাকড়সার কৌশলী চাল,
অজ্ঞতা ভেসে চলে স্রোতে।
শুকনো ঝরা পাতা,
ঝরে যায় অতলে,
দোলায় টলোমলো নতুন।

বিরহ বেদনা অবসাদ ভুলে,
দেখি যেদিকে যায় চোখ,
এ মন কেউ বোঝে না।। 
 
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন