ঘৃনা
বিবেকানন্দ জানা
আমাকে কষ্ট দাও আরো দাও
যদি ঘৃনা করে তুমি সুখ পাও।
ঘৃনা শুধু ঘৃনা নয়
দংশন সম।
তৃন নিয়ে চোরা বালি খুঁজি
ওগো প্রিয় তম।
তোমার ঘৃনা শ্মাশান করেছে
আমার বক্ষ্য ভূমি
আকাশের মেঘ কালো নয় মোটে
এক দিন যাবে থামি।
ঘৃনা করে তুমি স্বাদ পাও
ঘৃনা করে তুমি সুখ পাও
দুঃখ তুমি আরো দাও
এই হাঁসি তুমি নাও।
যে কারাগারে হয়েছো বন্দি
সেজে পূর্নিমার ছায়া,
ভাঙ্গো তুমি ভাঙ্গো ওগো
দুঃস্বপ্নের ছায়া।
আজ তুমি ঘৃনা করো মোরে
পরকালে যাবো সব ছেড়ে
কোথায় আমার দেশ আর
কোথায় তোমার ঘৃনা।
তুমি ঘৃনা কর কারে
ঘৃনা তো সেই করে
ভালো বাসা যার সব কূল ছাড়ে।
বিবেকানন্দ জানা
আমাকে কষ্ট দাও আরো দাও
যদি ঘৃনা করে তুমি সুখ পাও।
ঘৃনা শুধু ঘৃনা নয়
দংশন সম।
তৃন নিয়ে চোরা বালি খুঁজি
ওগো প্রিয় তম।
তোমার ঘৃনা শ্মাশান করেছে
আমার বক্ষ্য ভূমি
আকাশের মেঘ কালো নয় মোটে
এক দিন যাবে থামি।
ঘৃনা করে তুমি স্বাদ পাও
ঘৃনা করে তুমি সুখ পাও
দুঃখ তুমি আরো দাও
এই হাঁসি তুমি নাও।
যে কারাগারে হয়েছো বন্দি
সেজে পূর্নিমার ছায়া,
ভাঙ্গো তুমি ভাঙ্গো ওগো
দুঃস্বপ্নের ছায়া।
আজ তুমি ঘৃনা করো মোরে
পরকালে যাবো সব ছেড়ে
কোথায় আমার দেশ আর
কোথায় তোমার ঘৃনা।
তুমি ঘৃনা কর কারে
ঘৃনা তো সেই করে
ভালো বাসা যার সব কূল ছাড়ে।
1 কমেন্টস্:
Sundar Bhasa Shaili..
একটি মন্তব্য পোস্ট করুন