১৩ এপ্রি, ২০১৩

কবিতা - সাঁঝবাতি সরকার

নিস্তব্ধতা
সাঁঝবাতি সরকার



না, আজ আর ঘুম আসছে না
প্রহর গোনা ঘড়ির কাঁটা আজ আর ডাকছে না আমায়।
নির্জনতার আড়ালে শুধুই লুকোচ্ছে মন ....
পাচ্ছে না নতুন কোনো দিশা।
হয়তো ভয় পাচ্ছে,
যদি জগতের কঠিন বাস্তবটা আচমকা ছুয়ে ফেলে তাকে,
যদি শুচি হারায় তার।
বেদনা, আর খানিক একাকিত্বে,
মনটা আজ বড্ড ভারাক্রান্ত।
ঠিক বুঝতে পারছি না
কেন এই ঔদাসিনতা মনের.......
নতুন ভোরের আলোর মতো বিকশিত হতে পারছে না আর।
ভাবছে না, নিত্যদিনের কাজ, বসন্ত কোকিলের মিষ্টি কন্ঠস্বর.....
নিজেতেই আজ বদ্ধ সে নিজে।
চারিদিকে বড় বিষন্নতা......
তাই হয়তো মগ্ন হয়েছে নিশিযাপনে।
ম্লানভাবে জেগে রয়েছে অন্ধকারের নিস্তব্ধতায়,
আর আমার ডায়েরীর খোলা পাতাটায়।।

2 কমেন্টস্:

SAMAR KUMAR SARKAR বলেছেন...

বাঃ খুব সুন্দর লিখেছ সাঁঝবাতি।

moudasgupta বলেছেন...

আমার এই ক্ষুদে আদরিনীটি ধীরে ধীরে পোক্ত কবি হতে চলেছেন।সুন্দর ভাষা, যথার্থ তার প্রয়োগ। আগামী দিনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম, বুঝলি?

একটি মন্তব্য পোস্ট করুন