১৩ এপ্রি, ২০১৩

কবিতা - সর্বজিৎ সরকার

কোনো একদিন
সর্বজিৎ সরকার


কোনো এক শহরের বুকে একদিন থেমে যাবে জনস্রোত,
বইবে সময় , শহরতলি হবে নিশ্চুপ...
রাতের অন্ধকার গ্রাস করবে শহু্রে চাঞ্চল্য
আমি থাকব জেগে একা,
সাথে আকাশের তারারা...
জোনাকি জাগবে আমার সাথে অন্ধকারে!
রহস্য থাকবে আঁধারের ব্যপ্তিতে,
চাঁদ জোগাবে স্বপ্নলোকের চাবি,
যাব কোনো ভাবনার বাইরে,
থমকে যাওয়া জনপথ ধরে...
অস্ত্রগুলো আর দরকার হবে না বোধহয়!
গীটার টাই যথেষ্ট আমার হাতে-
মৄত্যু-ও যে থাকবে না আর!
ভয় কেটে যাবে ওই শহরের বুকে-
পলাশ ফুটবে আমার ভোরের সাথে!
আমি থাকব রাত্তিরে জেগে একা-
কোনো শহরের নির্জনতার সাথে,
জোনাকি জাগবে আমার সঙ্গী হয়ে-
আর তারারা জাগবে মাথার ওপর!!

1 কমেন্টস্:

moudasgupta বলেছেন...

kobir mone kakhano jage prem to kakhano biraho, kakhano aanondo to kakhano bisannota... kjono ek anagato diner kalponaai kobir mon aaj bharakranto, sei na jana ashanka chhuye jachhe aamader o ki jeno ek na jana anagater apekkhai... kabbyik uposthapona... sundar likhechhis Bhai...

একটি মন্তব্য পোস্ট করুন