১৩ এপ্রি, ২০১৩

কবিতা - সুমিতরঞ্জন দাস

অভিপ্সা
সুমিতরঞ্জন দাস


লোকটা গান গাইত
লোকটা কিন্তু অন্ধ নয়

হাজার হাজার লোক সেই গান শুনত
লোকটার দৃষ্টি তাদেরও ছাড়িয়ে যেত
অন্ধকারে কনসার্টের আলোয়
মোমবাতির ছায়ায়
রাতের খাবারে

লোকটা তাকিয়ে থাকত
লোকটা খুঁজে বেড়াত
হাজার হাজার লোক তাকিয়ে দেখত
যারা কেউই অন্ধ নয়

কেবল ঘিরে ধরা অন্ধকার
লোকটার শূণ্য দৃ্ষ্টিকে পথ ছাড়ত না।

2 কমেন্টস্:

SAMAR KUMAR SARKAR বলেছেন...

বড়ই ছিমছাম সুন্দর এক কবিতা। একেবারেই বাহুল্য বর্জিত ও বক্তব্য উন্মুক্ত।

moudasgupta বলেছেন...

সার্থক লিখন। সময়োপযোগী উপস্থাপনা। সুন্দর।।

একটি মন্তব্য পোস্ট করুন