১৩ এপ্রি, ২০১৩

কবিতা - ঝর্ণা চট্টোপাধ্যায়

বিষ্টুপদ
ঝর্ণা চট্টোপাধ্যায়



বিষ্টুপদর মনে সুখ নাই
বড় বিটি ট ডাগর হল্যেক
ছুট’টও বছর নয়েক

বিটিগুলার বিহা দিল্যে
ট্যাকা আইসত কিছু ঘরে
কিন্তু কাম কি এমন সুখসাগরে!

বড় বিটি পা টিপে ত
ছুটর মাথায় হাত
বড়ট জল আনে ত
ছুট আনে ভাত

গেল বছর বুড়হা বাবারি গাজনে কি যে হল্যেক !

দু বিটিতে
বাপেরে দলাই-মালাই কর‍্যে
খাড়া কইর‍্যে দিল্যেক
ই-বছর মেয়্যাদের লেগ্যেই
তিনকুড়ি বয়সে চড়কে ঘুর‍্যেল্যেক।

শুধু হেই মা সীতা,
কিরপা কর মা...
একবার পাহাড়ে যাত্যেই হব্যেক
উ রামরাজার ঘরট দেখ্যে
সীতামায়ের চুলটতে হাত দিয়েঁ
খাদানের মাটি এল্প লিতেই হব্যেক...

বিষ্টুপদ বিড়বিড় করে...

‘আমরা যে আদিবাসী বটি গ,
পথথম রাজা বটে রাম
অযোধ্যাতে যাত্যেই হব্যেক
ই-সালে উটই পহেলা কাম...’

বিষ্টুপদর মনে ভয়
পাহাড় থেকে নামতে গিয়ে
যদি মরণ হয়...!

‘বিটগুলান থাকত্যে থাকত্যে
রামরাজার ঘর যাব
দুটা বিটি আছে ঘরে
কার লেগ্যে ডরাব?’

1 কমেন্টস্:

moudasgupta বলেছেন...

মনের আয়নায় দৃষ্টির প্রতিবিম্ব-বেশ লাগল।

একটি মন্তব্য পোস্ট করুন