শূণ্য থেকে শুরু
মৌসুমী ভট্টাচার্য্য
বহুবার চেষ্টা করেছি -
কাটাছেঁড়া করেছি কবিতার খাতায় ,
তোমার স্বেচ্ছাচারীতা, তোমার অহংকার ,
বার বার বিদ্ধ করেছে তীক্ষ্ণভাবে।
অপ্রস্তুত হয়েছি আমি ।
তবুও এতো আনন্দ তোমার?
স্থায়ী হতে পারেনি একপেশে ভাবনারা ,
ভুল ভেঙ্গেছিল সেদিন -
যেদিন মোহন স্পর্শ দিয়েছিলে ,
তোমার কণ্ঠের ঝর্ণাধারায়
তোমার প্রিয় রঙ দিয়ে সাজিয়েছি,
আমার মনমন্দির ।
কবি হতে চাইনি কোনদিনই,
তবু লিখেছিলাম কিছু ছন্দহীন কবিতা,
সেজেছিল নির্ভুল ছন্দে তোমার মায়াবী কণ্ঠে -
মুখরিত হয়েছিল প্রতিটি শব্দ।
তোমার মতো স্বাধীনচেতা হতে পারিনি ,
নিঃসংকোচে সত্যি কথাটাও পারিনি বলতে ,
তোমাকে খুঁজে নেবার চেষ্টাও করিনি কখনও,
জানতাম খুব খেয়ালি তুমি,
তবুও কৃতজ্ঞ আমি,
আজো সাজি ভালোবাসার রঙ মেখে-
চোখ বুজে দেখি সেই চেনা মুখের ছবি ,
হারিয়ে যাই অপার শূন্যতায়।।
মৌসুমী ভট্টাচার্য্য
বহুবার চেষ্টা করেছি -
কাটাছেঁড়া করেছি কবিতার খাতায় ,
তোমার স্বেচ্ছাচারীতা, তোমার অহংকার ,
বার বার বিদ্ধ করেছে তীক্ষ্ণভাবে।
অপ্রস্তুত হয়েছি আমি ।
তবুও এতো আনন্দ তোমার?
স্থায়ী হতে পারেনি একপেশে ভাবনারা ,
ভুল ভেঙ্গেছিল সেদিন -
যেদিন মোহন স্পর্শ দিয়েছিলে ,
তোমার কণ্ঠের ঝর্ণাধারায়
তোমার প্রিয় রঙ দিয়ে সাজিয়েছি,
আমার মনমন্দির ।
কবি হতে চাইনি কোনদিনই,
তবু লিখেছিলাম কিছু ছন্দহীন কবিতা,
সেজেছিল নির্ভুল ছন্দে তোমার মায়াবী কণ্ঠে -
মুখরিত হয়েছিল প্রতিটি শব্দ।
তোমার মতো স্বাধীনচেতা হতে পারিনি ,
নিঃসংকোচে সত্যি কথাটাও পারিনি বলতে ,
তোমাকে খুঁজে নেবার চেষ্টাও করিনি কখনও,
জানতাম খুব খেয়ালি তুমি,
তবুও কৃতজ্ঞ আমি,
আজো সাজি ভালোবাসার রঙ মেখে-
চোখ বুজে দেখি সেই চেনা মুখের ছবি ,
হারিয়ে যাই অপার শূন্যতায়।।
1 কমেন্টস্:
ভালো লাগায় কমতি পড়ে নি , শুভকামনা নিরন্তর ।
একটি মন্তব্য পোস্ট করুন