১৩ এপ্রি, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ, ১ম সংখ্যা


সম্পাদকীয় - ১ম বর্ষ, ১ম সংখ্যা


দেখতে দেখতে আরও একটা বছরের হাসি-কান্না,সুখ-দুঃখ, মিলন-বিরহকে স্মৃতির খাতায় জমা করে দিয়ে নতুন বছর এসে হাজির, আপনার আমার ঘরের দোরগোড়ায়, বাতাসে নবীন আনন্দের সুর ছড়িয়ে। – নবীন সূর্য্যের কিরণ প্রতিভাত হোক আপনার আমার সকলের জীবনে। প্রথম সংখ্যার ‘প্রেরণা অনলাইন’ প্রকাশের শুভলগ্নে আপনাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

আমরা একবিংশ শতকের লোক, যান্ত্রিক নগরজীবনের সাথে তাল মিলিয়ে কাটে আমাদের দিন, আমাদের রাত, আমাদের সময়। আজ সবার মুখে একই কথা, “হাতে যে একদম সময় নেই।“ লোক-লৌকিকতার সময় নেই, পরিজনের সাথে দু’দন্ড কথা বলার সময় নেই, শখ পূরণের সময় নেই, শিল্প চর্চা, কাব্য চর্চা, সাহিত্য চর্চা, যে সেখানে অবহেলিত হবে সেটাই স্বাভাবিক। তবুও কেউ কেউ তারই মাঝে মনের ভাব কলমের আঁচড়ে, অক্ষরের সুষম বিন্যাসে সাদা কাগজের বুকে এঁকে যান, এভাবেই সৃষ্টি হয় কখনো কবিতা, কখনো গল্প, বা আত্মকাহিনী, নিবন্ধ,প্রবন্ধ, উপন্যাস, ইত্যাদি ভিন্ন ভিন্ন আঙ্গিকের রচনা।অনেকে লিখতে না পারলেও মনের খিদে মেটান চোখের বাতায়নপথে। সাহিত্য পত্রিকার নানারকম বাংলা ই-ম্যাগজিন, ব্লগ, ব্লগাজিন,ওয়েবজিন,ওয়েব ম্যাগ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, অর্কূট কমিউনিটি ও অন্যান্য মাধ্যমগুলি এগিয়ে চলেছে দ্রুতগতিতে।তথাকথিত লিটল ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকাগুলির তুলনায় এই ই-মাধ্যমটিও কম জনপ্রিয় নয়, সেই চাহিদার কথা মাথায় রেখে ‘প্রেরণা অনলাইন’, প্রেরণা গ্রুপের ওয়েব ম্যাগ, ব্রতী হয়েছে নিরলস সাহিত্যসেবায়।

প্রেরণা অনলাইনকে এগিয়ে নিয়ে চলুন, সঙ্গ দিন, পথ দেখান। ‘প্রেরণা অনলাইন’ পড়ুন, পড়ান। একে অনুপ্রানিত হতে, পূর্ণরূপে উদ্ভাসিত হতে সাহায্য করুন। আগামী দিনগুলি আপনজনসহ আপনাদের শুভ হোক, মঙ্গলময়ীর কাছে এই প্রার্থনাই রইলো।


ধন্যবাদান্তে
সম্পাদকমন্ডলী, প্রেরণা অনলাইন

1 কমেন্টস্:

ফাল্গুনী মুখোপাধ্যায় বলেছেন...

প্রথম সংখ্যাটি পড়লাম । হ্যা , সব লেখাগুলোই পড়েছি । একতা সংখ্যায় ২৫টি কবিতা ৮টি ছোট গল্প, ৪টি প্রবন্ধ আর ৪টি অন্য গদ্য রচনা । বেশ বড় আয়োজন । রামকৃষ্ণ ভট্টাচার্য, অমলেন্দু চন্দ , রণদেব , অমিতাভ, সুমিত রঞ্জন, মৌ, ঝর্ণা, অনুপমের মত প্রতিষ্ঠিত লেখকরা যেমন আছেন তেমনই আছেন বিবেকানন্দ, তন্ময়, সাঝবাতি, কল্লোল দের মত বেশ কয়েকজন তরুণ কবি । নবীন যারা লিখছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রাখলাম । জয়, ঝুমা, রাজর্ষি, কর্ণ, রূপম। সর্বজিত, স্নেহাশীষরা আরো লিখবেন, আরো পরিণত হবেন নিশ্চিত ভাবেই আমি এই আশা রাখবো । পত্রিকার অলঙ্করণ চমৎকার । আমার অনুমান সম্পাদিকার নামটি ছদ্মনাম । তাহলে বলবো - সম্পাদনা স্বনামে হলেই ভালো হ'তো ।

একটি মন্তব্য পোস্ট করুন