১৩ এপ্রি, ২০১৩

মুক্তগদ্য - ইমেল নাঈম

দৃষ্টির পরিমিতি
ইমেল নাঈম


জামার ভেতর শূন্যস্থানে কেমন যেন ব্যথা অনুভব করি , মনে হয় কোথায় কি যেন নেই । মিরাকল হলেও সত্য এই পৃথিবীতে একজন হৃদপিণ্ডবিহীন মানুষ বেঁচে আছে ম্যাডিকেল সায়েন্সকে ভুল প্রমান করে , আর সেই মানুষটি আমি । ঠিক তোমাদের মত নয় আমার জীবন। তোমরা বিপদ দেখলে পালাও আর আমি বিপদকে বুকে টানি , দুঃখ পেলে প্রাণখুলে হাসি , ব্যথাকে মনে করি একমাত্র প্রিয় বন্ধু । মেয়ে দেখলে আড়চোখে তাকাই , তাও তোমাদের মতন করে নয় । সকল মেয়ের মাঝে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া প্রিয় একটি মুখ ।

বৃক্ষের সাথে আমার অদ্ভুত মিল , দুজনেই প্রিয় মানুষের জন্যে পথ চেয়ে থাকি । বৃক্ষ যেমন জানে না কখন ফিরবে তার প্রেমিকা তেমনই আমি জানি না কখন খুঁজে পাবো তাকে । কত ফুলের দিকে চোখ যায় , কোন ফুল আমার মনের কথা বলে না । বুকের ভেতরে শুনশান নীরবতা বারবার বলে উঠে তুই একা … বড্ড একা ... ছায়াও তোর আপন নয় রে বোকা ।

মাঝে মাঝে ভাবি ভালবাসা মানে কি ? ভালবাসা মানে কি একজন মানুষকে অনর্থক ভালবেসে নিজেকে বিলিয়ে দেয়া । একদিন তুমি একটি কবিতা আবৃতি করে বলেছিলে ভালবাসা হল তিনটি ফুলের সমন্বয় । একটি আমি অন্যটি তুমি আর বাকিটা ভালবাসা । তোমার বিমুগ্ধতায় নিমজ্জিত হয়ে ভুলেই গিয়েছিলাম , ঝড় নয় একটু এলোমেলো বাতাসেই যে ঝরে যায় ফুলের পাপড়ি , যেমনটি ঝরে গেলে তুমি , নষ্ট হলাম আমি আর উড়ে গেল প্রেম।

এভাবেই প্রতিটি রাত পেরিয়ে যায়, ভোর আসে না । বুকের ভেতরে পিনপিন ব্যথা জানান দেয় ভালবেসে হৃদপিন্ডহীন মানুষও নিঃস্ব হতে জানে ।

2 কমেন্টস্:

Ehsan বলেছেন...

খুব ভাল হয়েছে লেখাটা ...

moudasgupta বলেছেন...

Shironaam ti anobaddyo... sundar uposthapona, bhabnar baichitro tio baro manohar....

একটি মন্তব্য পোস্ট করুন