১৩ এপ্রি, ২০১৩

কবিতা - রণদেব দাশগুপ্ত

এবং অসুখ
রণদেব দাশগুপ্ত



ছোট ছোট শব্দগুলো
পাখি হয়ে উড়ে যাচ্ছে নিথর দিগন্তে,
ছোট ছোট প্রতিশ্রুতি
ঝরে যাচ্ছে আঙুলের ফাঁক দিয়ে
অবাধ্য জলকণার মতো, আর
এইসব চেনা ছবি দেখে দেখে ক্লান্ত চাঁদ
একা একা হাসছে


হাসছে, কেননা সেও তো
সূর্যের আলো চুরি করে এনে
সওদা করে কবিদের কাছে।


সেইসব কবিতারা ছুটে যায়
প্রেমিকদের কানে জিভে ঠোঁটে
আর জন্ম নিতে থাকে
অনেক ছোট ছোট শব্দ-
ভালোবাসার, বিশ্বাসের, প্রতিশ্রুতির |


সূর্যকেন্দ্রিক পৃথিবীর
এই এক গভীর অসুখ ||




2 কমেন্টস্:

SAMAR KUMAR SARKAR বলেছেন...

অতি চমৎকার হয়েছে কবিতা টি। খুবই মিষ্টি মধুর।

moudasgupta বলেছেন...

ঠাসা শব্দের বুনুন । সুন্দর শরীরী কাঠামো কবিতার ...

একটি মন্তব্য পোস্ট করুন