কবিতা তোমাকে
ঝুমা দাস
বাঁশ ঝাড়ের উপর দিয়ে
লাল সূর্যটা হেলে পরেছে
ঐপশ্চিম দিগন্তে।
দুপুর গড়িয়ে গেছে।
বেহিসাবী মন আজ
সময়ের হিসাব রাখেনি।
ঘড়ির কাঁটা তার নিজের
খেয়ালেই ঘুরেছে।
টেলিফোনে তোমার কথাগুলো
দমকা হাওয়ার মত ভাসিয়েছে মনকে।
বেশ নতুন লাগে জানো ,কবি
তোমার একনাগাড়ে বলে চলা
কবিতার লাইনগুলো।
মনে মাদকের নেশা ধরায়
নতুন প্রানের সঞ্চার করে।
আটপৌরে জীবন টার
একঘেয়েমি কেটে গিয়ে
জুঁই ফুলের গন্ধ আসে মনে।
কবিতাকে ভালো বাসতে গিয়ে
আজ কবির প্রেমে পরলাম মনে হয়।
ঝুমা দাস
বাঁশ ঝাড়ের উপর দিয়ে
লাল সূর্যটা হেলে পরেছে
ঐপশ্চিম দিগন্তে।
দুপুর গড়িয়ে গেছে।
বেহিসাবী মন আজ
সময়ের হিসাব রাখেনি।
ঘড়ির কাঁটা তার নিজের
খেয়ালেই ঘুরেছে।
টেলিফোনে তোমার কথাগুলো
দমকা হাওয়ার মত ভাসিয়েছে মনকে।
বেশ নতুন লাগে জানো ,কবি
তোমার একনাগাড়ে বলে চলা
কবিতার লাইনগুলো।
মনে মাদকের নেশা ধরায়
নতুন প্রানের সঞ্চার করে।
আটপৌরে জীবন টার
একঘেয়েমি কেটে গিয়ে
জুঁই ফুলের গন্ধ আসে মনে।
কবিতাকে ভালো বাসতে গিয়ে
আজ কবির প্রেমে পরলাম মনে হয়।
1 কমেন্টস্:
খুব সুন্দর লিখেছেন। মন ছুঁয়ে গেল।
একটি মন্তব্য পোস্ট করুন