দূরত্ব
কর্ণ চক্রবর্তী
কত কাছাকাছি এলে দূরত্ব বোঝা যায়?
আমি তো শরীরে মিশেও বুঝিনি কখনো
কতটা দূরের হয়ে গেছো।
আয়ূর পুতুল হয়ে বসে থাকি,
শব্দ আর কথার মাঝে তোমাকে বসালে আজও
ঘোর জলোচ্ছ্বাসে ভেসে যায় নীরবতার চর।।
দোল কর্ণ চক্রবর্তী
এই দেখো পথ তোমার জন্য অপেক্ষাতে বসে,
কখন তোমার পায়ের পরশ পলাশ মেখে নেবে,
তোমার জন্য পাতায় পাতায় রঙীন কলরব,
তোমার জন্য আমার মনে আবীর রাখা আছে।
কর্ণ চক্রবর্তী
কত কাছাকাছি এলে দূরত্ব বোঝা যায়?
আমি তো শরীরে মিশেও বুঝিনি কখনো
কতটা দূরের হয়ে গেছো।
আয়ূর পুতুল হয়ে বসে থাকি,
শব্দ আর কথার মাঝে তোমাকে বসালে আজও
ঘোর জলোচ্ছ্বাসে ভেসে যায় নীরবতার চর।।
দোল কর্ণ চক্রবর্তী
এই দেখো পথ তোমার জন্য অপেক্ষাতে বসে,
কখন তোমার পায়ের পরশ পলাশ মেখে নেবে,
তোমার জন্য পাতায় পাতায় রঙীন কলরব,
তোমার জন্য আমার মনে আবীর রাখা আছে।
3 কমেন্টস্:
darunnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn
Kasto e vabe porle valolage... Baktobe je bedona aache taake sudhu sabdei thakte bolbo kobi jeno r na paan , peyechen na hole sabdo gulo eto dhakka dito na... Chotor modhye Valo lekha... :-)
Chinubabu... tomar upoma tumi e... darunn likhechho...
একটি মন্তব্য পোস্ট করুন