হেডফোন
সায়ন দে
পৃথিবীর যতটুকু পড়ে আছে রূপ রস গন্ধ
যতটুকু কোমলতা, ভালবাসা,
তারই মাঝে যতটুকু জীবনের সুর
সব কিছু বর্জনে ওরা কানে দিয়েছে তুলো,
সভ্যতা এগিয়ে চলার লজ্জা মেশানো
আধুনিক হয়ে ওঠার তীব্র কর্ণতাজ !
হেডফোন
কানের গহ্বরে গান আর যন্ত্রের যন্ত্রণাকে
চিরতরে প্রতিস্থাপনের এ যেন মরিয়া লড়াই !
সবার থেকে নিজেকে আরও নিজস্ব করে নেবার
স্বার্থপর বিজ্ঞাপন ।
ওরা ভাবে, কি হবে এই পৃথিবীর একঘেয়েমির কোন্দলে কান দিয়ে?
কি হবে অন্যের কথা শুনে ?
গানতো কেবল অজুহাত, ও তো আসলে নিজের আমিকে
নিজের ক্রমশ অচেনা হয়ে যাওয়া হৃদয়য়ের ভিতর
ঠুসে ঠুসে পুরে দেওয়ার প্রচেষ্টা !
নিজেকে কঠিন, আরও কঠিন করার বায়না ।
দুই কানে গানের ঝংকারে সুরেলা প্রাচীর গড়ে
পাখির কূজন হতে ধীরে ধীরে আড়ি করার
এ এক অদ্ভুত আধুনিক ধুম ।
হেডফোন
অথচ কান পাতলেই শোনা যায়...
এ জগতের কতনা শব্দের রঙিন সরগম !
প্রতিদিনের চলতে থাকা শহরের কত গান,
শান্ত নদী বুক থেকে ব্যস্ত রাজপথ ধরে
কতনা শব্দের নিত্য গল্প কথা !
ফুটপাত জুড়ে লক্ষ লক্ষ মানুষের বলা না বলা জীবনের চিৎকার !
এত সুর, এত বৈচিত্র্যের শব্দমালা ।
সব কিছু ধীরে ধীরে অচেনা হচ্ছে- ওদের কাছে,
হেডফোন
আজ ওরা তোমায় কানে পেয়ে
নিজের চারপাশেই নিজেই হচ্ছে
নির্বোধ আগন্তুক ।
সায়ন দে
পৃথিবীর যতটুকু পড়ে আছে রূপ রস গন্ধ
যতটুকু কোমলতা, ভালবাসা,
তারই মাঝে যতটুকু জীবনের সুর
সব কিছু বর্জনে ওরা কানে দিয়েছে তুলো,
সভ্যতা এগিয়ে চলার লজ্জা মেশানো
আধুনিক হয়ে ওঠার তীব্র কর্ণতাজ !
হেডফোন
কানের গহ্বরে গান আর যন্ত্রের যন্ত্রণাকে
চিরতরে প্রতিস্থাপনের এ যেন মরিয়া লড়াই !
সবার থেকে নিজেকে আরও নিজস্ব করে নেবার
স্বার্থপর বিজ্ঞাপন ।
ওরা ভাবে, কি হবে এই পৃথিবীর একঘেয়েমির কোন্দলে কান দিয়ে?
কি হবে অন্যের কথা শুনে ?
গানতো কেবল অজুহাত, ও তো আসলে নিজের আমিকে
নিজের ক্রমশ অচেনা হয়ে যাওয়া হৃদয়য়ের ভিতর
ঠুসে ঠুসে পুরে দেওয়ার প্রচেষ্টা !
নিজেকে কঠিন, আরও কঠিন করার বায়না ।
দুই কানে গানের ঝংকারে সুরেলা প্রাচীর গড়ে
পাখির কূজন হতে ধীরে ধীরে আড়ি করার
এ এক অদ্ভুত আধুনিক ধুম ।
হেডফোন
অথচ কান পাতলেই শোনা যায়...
এ জগতের কতনা শব্দের রঙিন সরগম !
প্রতিদিনের চলতে থাকা শহরের কত গান,
শান্ত নদী বুক থেকে ব্যস্ত রাজপথ ধরে
কতনা শব্দের নিত্য গল্প কথা !
ফুটপাত জুড়ে লক্ষ লক্ষ মানুষের বলা না বলা জীবনের চিৎকার !
এত সুর, এত বৈচিত্র্যের শব্দমালা ।
সব কিছু ধীরে ধীরে অচেনা হচ্ছে- ওদের কাছে,
হেডফোন
আজ ওরা তোমায় কানে পেয়ে
নিজের চারপাশেই নিজেই হচ্ছে
নির্বোধ আগন্তুক ।
2 কমেন্টস্:
Onubhabi lekhani, anindyo sundar poribeshona.. bah!!!!
onek onek dhonyobad @Mou
একটি মন্তব্য পোস্ট করুন