যন্ত্রচালিত ভালোবাসা
তন্ময় ভট্টাচার্য্য
ফেলে আসা বসন্তরাগ
আমায় ছোঁয়াবে একদিন?
অনুকরণীয় ইতিহাস
ভুলে যাবো তবে।
যে পাখি ভ্রমণকারী শুধু,
পান্থশালার খোঁজ নেই;
তাকে কি বিচিত্রতা দেবে
মদ্যপ শহরতলির?
জানি আমি,আসে না বিকেল
কুড়ি তলা অনুভূতি ছাড়া।
তাহলে কবিতা ছেড়ে দেবো।
ওটা বিদ্যুৎ নয়। হাসি।
তবুও মেঘলা বিনিময়ে
দু'একটা প্রেমচিঠি আসে।
সে তোমার কবিপনা, জানি।
যন্ত্রচালিত ভালোবাসা।
তন্ময় ভট্টাচার্য্য
ফেলে আসা বসন্তরাগ
আমায় ছোঁয়াবে একদিন?
অনুকরণীয় ইতিহাস
ভুলে যাবো তবে।
যে পাখি ভ্রমণকারী শুধু,
পান্থশালার খোঁজ নেই;
তাকে কি বিচিত্রতা দেবে
মদ্যপ শহরতলির?
জানি আমি,আসে না বিকেল
কুড়ি তলা অনুভূতি ছাড়া।
তাহলে কবিতা ছেড়ে দেবো।
ওটা বিদ্যুৎ নয়। হাসি।
তবুও মেঘলা বিনিময়ে
দু'একটা প্রেমচিঠি আসে।
সে তোমার কবিপনা, জানি।
যন্ত্রচালিত ভালোবাসা।
1 কমেন্টস্:
যান্ত্রিক নগর জীবনের যন্ত্রচালিত ভালোবাসা....যেমন সুচিন্তিত শব্দচয়ন তেমনি সুন্দর উপস্থাপনা। অভিনব।।
একটি মন্তব্য পোস্ট করুন