বেদনার রং বুঝি নীল
ঋত্বিক দাশশর্মা
শূন্যতায় ডুবে আছে হৃদয়
নিশ্বাস হয়ে আসে ভারী
অন্ধ আদিম রাতে
করুন কান্নার সুর ভেসে আসে মনে
জানালার কার্নিশ ধরে খুঁজে ফিরি ,
হৃদয়ের দুয়ারে মনের চোখে দেখি
তপ্ত সে এক নিঃশ্বাস বন্ধ কপাটের
খুলে যাওয়ার অপেক্ষায় ছটফট করছে ,
অস্থির মন চায় তৃষ্ণার জল ঢেলে
তৃপ্তিতে হারিয়ে যেতে
ঘন অমাবস্যার হাত ধরে ...
শূন্যতায় ডুবে আছে এ হৃদয়,
নিশ্বাস হয়ে আসে ভারী,
বেদনার বল গড়িয়ে যায়,
নীল অপেক্ষার পথ ধরে ।।
ঋত্বিক দাশশর্মা
শূন্যতায় ডুবে আছে হৃদয়
নিশ্বাস হয়ে আসে ভারী
অন্ধ আদিম রাতে
করুন কান্নার সুর ভেসে আসে মনে
জানালার কার্নিশ ধরে খুঁজে ফিরি ,
হৃদয়ের দুয়ারে মনের চোখে দেখি
তপ্ত সে এক নিঃশ্বাস বন্ধ কপাটের
খুলে যাওয়ার অপেক্ষায় ছটফট করছে ,
অস্থির মন চায় তৃষ্ণার জল ঢেলে
তৃপ্তিতে হারিয়ে যেতে
ঘন অমাবস্যার হাত ধরে ...
শূন্যতায় ডুবে আছে এ হৃদয়,
নিশ্বাস হয়ে আসে ভারী,
বেদনার বল গড়িয়ে যায়,
নীল অপেক্ষার পথ ধরে ।।
1 কমেন্টস্:
নীল আকাশে মনের আমার নিত্য আনাগোনা,
নীল রং-এর ক্যানভাসেতে নীলচে আলোর দানা,
সেই আলোতে রাঙ্গিয়ে নিলাম আমার চলার পথ,
নীল নীলিমায় মেললো ডানা আমার মনোরথ।
দারুন লিখেছ ঋত্বিক।।
একটি মন্তব্য পোস্ট করুন