নীলাভ জলসা
সিদ্ধার্থ শর্মা
অনুসন্ধানে গৃহত্যাগী সিদ্ধার্থ –
শহরের কোলাহল ঘুম পাড়িয়ে
অমোঘ নীলাভ জলসার টানে
মহা শুন্য নীবারার পথযাত্রী,
পথে কুড়িয়ে নেয় গাঢ় অভিমান
ছলছল চোখে নদী সবই ধুয়ে নেয়।
আকাশ জোড়া নীল চাঁদোয়া
অদৃশ্য বনের বিষাদ চাপা জল
বেগুনী রং এর শাড়ি
বিরহিনীর মুখ চাঁপা আঁচল
একরাশ জুঁইফুল পাঁজরে পোষ মানেনা
শুধু এঁকে দেয় যন্ত্রনার ছবি।
সিদ্ধার্থ শর্মা
অনুসন্ধানে গৃহত্যাগী সিদ্ধার্থ –
শহরের কোলাহল ঘুম পাড়িয়ে
অমোঘ নীলাভ জলসার টানে
মহা শুন্য নীবারার পথযাত্রী,
পথে কুড়িয়ে নেয় গাঢ় অভিমান
ছলছল চোখে নদী সবই ধুয়ে নেয়।
আকাশ জোড়া নীল চাঁদোয়া
অদৃশ্য বনের বিষাদ চাপা জল
বেগুনী রং এর শাড়ি
বিরহিনীর মুখ চাঁপা আঁচল
একরাশ জুঁইফুল পাঁজরে পোষ মানেনা
শুধু এঁকে দেয় যন্ত্রনার ছবি।
1 কমেন্টস্:
আমার সিধভাইটির মনটি বড় নরম, তুখর সংবেদনশীল। গৃহত্যাগী সিদ্ধার্থের অনুভবের সঙ্গী আজ তার কলম। আমাদেরকেও ভাবায়, আমাদেরকেও শোনায় এক নতুন রূপকথা। অনবদ্য।।
একটি মন্তব্য পোস্ট করুন