হোলি..আপন হলি
শ্যামল রায়চৌধুরী
দে রাঙিয়ে ...... মন মাতিয়ে
এলো খুশির হোলি ,
বাঁধন হারা ...... গণ্ডী ছেড়ে
একটু আপন হলি .....
সঙ্গ যে তোর মধুর হল
মগ্ন প্রভাত প্রাতে ,
লজ্জ্বা রাঙা আবীর সনে
মনের আঙ্গিনাতে
বসন্তের ঐ রঙিন ফাগে
রাঙিয়ে উদাস মন
প্রাত্যহিকের চোখাচুখি
বাঁধভাঙ্গা আপন ,
হৃদয় মাঝে দোদুল দোলায়
রঙিন কলতান ,
তোকে নিয়ে সারা জীবন
গাই ফাগুনের গান......।।
শ্রী শ্যাম // গৌহাটি
শ্যামল রায়চৌধুরী
দে রাঙিয়ে ...... মন মাতিয়ে
এলো খুশির হোলি ,
বাঁধন হারা ...... গণ্ডী ছেড়ে
একটু আপন হলি .....
সঙ্গ যে তোর মধুর হল
মগ্ন প্রভাত প্রাতে ,
লজ্জ্বা রাঙা আবীর সনে
মনের আঙ্গিনাতে
বসন্তের ঐ রঙিন ফাগে
রাঙিয়ে উদাস মন
প্রাত্যহিকের চোখাচুখি
বাঁধভাঙ্গা আপন ,
হৃদয় মাঝে দোদুল দোলায়
রঙিন কলতান ,
তোকে নিয়ে সারা জীবন
গাই ফাগুনের গান......।।
শ্রী শ্যাম // গৌহাটি
1 কমেন্টস্:
Mone Ronger chhoya chhuye gelo, faguner geet sab je vuliye gelo.. khub sundar....
একটি মন্তব্য পোস্ট করুন