খোলা চিঠি..
লাভলী ভট্টাচার্য্য
প্রিয়তমেষু,
অচেনা , অজানা দুটো পথ ছিল। মন ? সেতো চেনা অসম্ভব। কথা হোতো কিন্তু অন্য কিছু নিয়ে , সেখানে ভালোলাগা ছিল ,ছিলনা ভালোবাসা । ভালো লেগেছিল প্রথম দেখায় , মিথ্যে বলবো না। বলতে গিয়েও আটকে যেতাম ,কারণ টা আর উল্লেখ করতে চাইনা আজকের দিনে ।পরিচয় টা এস এম এস এ আরও গভীর হল ,একটা যেন অপেক্ষা থাকতো কখন বাজবে টেলিফোন ? এই Dec এই হাতে হাত ধরার ইচ্ছে প্রকাশ । এক নিমেষে হারিয়ে গেছিলাম। একটা দিন একান্তেপাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে দাঁড়ালো । অবশেষে পেয়ে গেলাম ,..
শুরু হল পথচলা পাশাপাশি ,শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি ,সুখ-দুখ,কান্না-হাঁসি ।
আমরা ভোগ করতে চাইনি , অবৈধ সম্পর্ক এটাও মেনে নেওয়া সম্ভব ছিল না ।আমাদের দুজনার পরিবার মেনে নেবেনা ভেবেই এগিয়ে ছিলাম... তাই সম্পর্কের নাম দিতেই এক চিমটে সিঁদুর ...পবিত্রতায় ভরে গিয়েছিল মন। কয়েকটা দুপুর একান্ত আমাদের ...ভালোবাসার । মাঝখানে কিছুটা দ্বন্দ অভিমান, রাগ কষ্ট , তবুও ফিরে যাওয়ার ভাবনাতেই , একরাশ যন্ত্রণা । তাই সব ভুলে বার বার ফিরে ফিরে আসা । অনেক কিছু বলেছি , কেন জানো ? আমার জায়গা হারানোর ভয়ে । আমি দূর হতে চাইনা , তোমার অনুভব থেকে তোমার শরীর থেকে । তবুও যদি কোনোদিন আমার জায়গা অন্য কেউ নিয়ে ফেলে ...যেন সেই দিনটাই আমার শেষ দিন । তবে এরকম দুর্ঘটনা যদিও বা ঘটে কোনোদিন , আমাকে নিজের মুখেই বোলো ।আমি অন্য কারো কাছে এটা মেনে নিতে পারবো না । সত্য টা স্বীকার করলে হয়তো বা মরে গিয়েও বেঁচে যেতে পারি । এসব মনে নিও না।বলতে পারলে আমি শান্তি পাই আর একটা কথা না বললে আজ নিজের কাছেই হেরে যাবো... সব কথার পর ঐ তোমার তিনটে মন্ত্র ...I love U…যত বার শুনেছি , ততবার আরও শুনতে চেয়েছি ...হাসবে শুনলে,কাল আমি গুনেছি এই একবছরে তুমি আমাকে 32,850 বার এই কথা বলেছো, ভালো বেসেছ তার চাইতেও অনেক গুন বেশী ।আজ স্বপ্নীল মুহূর্তের স্মৃতিচারণ রঙিন থাক মন প্রাণ ,হাতে হাত নাহয় আজ নাই বা হল এক ।
একান্তে কাটানো সময় গুলো আবার সাজিয়ে দেবো ,সুখে দুখে সবটুকুই ভাগ করে নেবো আগামীর পথ তোমার আমার ধুয়ে দেবে সব ক্লান্তি , সাথে নিয়ে পরম প্রাপ্তি ,সাথে থেকো , আমায় ভালবেসো ...
একদিন একরাত শুধু রয়েছি নিজের সাথে একা ,ভুলিয়ে সব না পাওয়া , পেরিয়ে অপেক্ষার সময়ের সীমা । সময় টা সময়ের আগেই যেন এগিয়ে খুব ,কি যেন এক বিষম তাড়া ।.....................
ঠিক যেমন চেয়েছিলাম , ঠিক আমার মতই দিশেহারা , বলার আগেই সবটা বলতে চাওয়া ।অনুভুতি গুলো শিয়রে ,খুব চেনা ,আকাশ টা জোছনার আদরে ঢেকে নিজেকেই করেছিলো আড়াল । কথায় কথায় , কিছু না বলা কথায় , কিছুটা বুঝে নেওয়ায় খানিক প্রচেষ্টায় ।ক্লান্ত চোখ।।নিদ্রা যখন আসন্ন , একটু ক্ষোভ , শেষ টা তো জেগে থাকার কথা ছিল ...
প্রেমের পায়ের শব্দ যেন আচমকাই নিস্তব্ধ ।অনেক দিন পর সূর্যোদয় টা দেখেছিলাম...কি পবিত্র ...কি স্নিগ্ধ ।কেমন চারিদিক আলো হয়ে যাচ্ছিলো , কিছুক্ষণ আগেও ছিল ঘোর অন্ধকার। কি নীরব নিস্তব্ধ সব কিছু। পুরো শহর ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ লাগছিলো ঘুমন্ত তোমাকে! একরাতে তোমাকে আমি সারারাত পাহারা দিয়েছিলাম, নির্ঘুম চোখে ঘুমন্ত তোমার দিকে আমি একদৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আর ঐ শেষ রাতের জোছনা টা একাই ছিল সাক্ষী। সেইদিনও আমি দেখেছিলাম আঁধার শেষে কিভাবে ভোর হয়!! শেষ রাতের শেষ আঁধারেও আমি তোমাকে দেখেছিলাম আবার ভোরের প্রথম আলোয় আমি তোমার দিকেই চেয়েছিলাম! আমার ডাক শুনেই তো তোমার ঘুম ভেঙ্গেছিল!!! ফোলা চোখে তাকিয়ে কি মিষ্টি করেই না তুমি হেসে বলেছিলে... ডাকলে না কেন? সূর্যোদয় টা যে একসাথে দেখার কথা ছিল । .দেখতে দেখতে সব কিছু পরিষ্কার হয়ে গেলো!!যেখানে রাতের শেষ সেখানেই নতুন দিনের প্রারম্ভের অস্তিত্ব ... নতুন সূর্য উঠল, কিচির মিচির পাখির ডাকে সম্বিত ফিরে পেলাম...শুধু একবার নিজের মনেই বললাম ... দেখলে না তো কেমন করে একটি রাতের শেষে কেমন করে একটা নতুন দিনের জন্ম হোলো.. একই লগ্নে ...., আমার চোখে চোখ রেখে শুধু একবার দেখে নিও ...
...আমার অর্ধ সমাপ্ত খোলা চিঠি...খুব সাধারণ হয়েও...আমার কাছে অসাধারণ ...
ইতি…
প্রিয়তমেষু,
অচেনা , অজানা দুটো পথ ছিল। মন ? সেতো চেনা অসম্ভব। কথা হোতো কিন্তু অন্য কিছু নিয়ে , সেখানে ভালোলাগা ছিল ,ছিলনা ভালোবাসা । ভালো লেগেছিল প্রথম দেখায় , মিথ্যে বলবো না। বলতে গিয়েও আটকে যেতাম ,কারণ টা আর উল্লেখ করতে চাইনা আজকের দিনে ।পরিচয় টা এস এম এস এ আরও গভীর হল ,একটা যেন অপেক্ষা থাকতো কখন বাজবে টেলিফোন ? এই Dec এই হাতে হাত ধরার ইচ্ছে প্রকাশ । এক নিমেষে হারিয়ে গেছিলাম। একটা দিন একান্তেপাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে দাঁড়ালো । অবশেষে পেয়ে গেলাম ,..
শুরু হল পথচলা পাশাপাশি ,শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি ,সুখ-দুখ,কান্না-হাঁসি ।
আমরা ভোগ করতে চাইনি , অবৈধ সম্পর্ক এটাও মেনে নেওয়া সম্ভব ছিল না ।আমাদের দুজনার পরিবার মেনে নেবেনা ভেবেই এগিয়ে ছিলাম... তাই সম্পর্কের নাম দিতেই এক চিমটে সিঁদুর ...পবিত্রতায় ভরে গিয়েছিল মন। কয়েকটা দুপুর একান্ত আমাদের ...ভালোবাসার । মাঝখানে কিছুটা দ্বন্দ অভিমান, রাগ কষ্ট , তবুও ফিরে যাওয়ার ভাবনাতেই , একরাশ যন্ত্রণা । তাই সব ভুলে বার বার ফিরে ফিরে আসা । অনেক কিছু বলেছি , কেন জানো ? আমার জায়গা হারানোর ভয়ে । আমি দূর হতে চাইনা , তোমার অনুভব থেকে তোমার শরীর থেকে । তবুও যদি কোনোদিন আমার জায়গা অন্য কেউ নিয়ে ফেলে ...যেন সেই দিনটাই আমার শেষ দিন । তবে এরকম দুর্ঘটনা যদিও বা ঘটে কোনোদিন , আমাকে নিজের মুখেই বোলো ।আমি অন্য কারো কাছে এটা মেনে নিতে পারবো না । সত্য টা স্বীকার করলে হয়তো বা মরে গিয়েও বেঁচে যেতে পারি । এসব মনে নিও না।বলতে পারলে আমি শান্তি পাই আর একটা কথা না বললে আজ নিজের কাছেই হেরে যাবো... সব কথার পর ঐ তোমার তিনটে মন্ত্র ...I love U…যত বার শুনেছি , ততবার আরও শুনতে চেয়েছি ...হাসবে শুনলে,কাল আমি গুনেছি এই একবছরে তুমি আমাকে 32,850 বার এই কথা বলেছো, ভালো বেসেছ তার চাইতেও অনেক গুন বেশী ।আজ স্বপ্নীল মুহূর্তের স্মৃতিচারণ রঙিন থাক মন প্রাণ ,হাতে হাত নাহয় আজ নাই বা হল এক ।
একান্তে কাটানো সময় গুলো আবার সাজিয়ে দেবো ,সুখে দুখে সবটুকুই ভাগ করে নেবো আগামীর পথ তোমার আমার ধুয়ে দেবে সব ক্লান্তি , সাথে নিয়ে পরম প্রাপ্তি ,সাথে থেকো , আমায় ভালবেসো ...
একদিন একরাত শুধু রয়েছি নিজের সাথে একা ,ভুলিয়ে সব না পাওয়া , পেরিয়ে অপেক্ষার সময়ের সীমা । সময় টা সময়ের আগেই যেন এগিয়ে খুব ,কি যেন এক বিষম তাড়া ।.....................
ঠিক যেমন চেয়েছিলাম , ঠিক আমার মতই দিশেহারা , বলার আগেই সবটা বলতে চাওয়া ।অনুভুতি গুলো শিয়রে ,খুব চেনা ,আকাশ টা জোছনার আদরে ঢেকে নিজেকেই করেছিলো আড়াল । কথায় কথায় , কিছু না বলা কথায় , কিছুটা বুঝে নেওয়ায় খানিক প্রচেষ্টায় ।ক্লান্ত চোখ।।নিদ্রা যখন আসন্ন , একটু ক্ষোভ , শেষ টা তো জেগে থাকার কথা ছিল ...
প্রেমের পায়ের শব্দ যেন আচমকাই নিস্তব্ধ ।অনেক দিন পর সূর্যোদয় টা দেখেছিলাম...কি পবিত্র ...কি স্নিগ্ধ ।কেমন চারিদিক আলো হয়ে যাচ্ছিলো , কিছুক্ষণ আগেও ছিল ঘোর অন্ধকার। কি নীরব নিস্তব্ধ সব কিছু। পুরো শহর ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ লাগছিলো ঘুমন্ত তোমাকে! একরাতে তোমাকে আমি সারারাত পাহারা দিয়েছিলাম, নির্ঘুম চোখে ঘুমন্ত তোমার দিকে আমি একদৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আর ঐ শেষ রাতের জোছনা টা একাই ছিল সাক্ষী। সেইদিনও আমি দেখেছিলাম আঁধার শেষে কিভাবে ভোর হয়!! শেষ রাতের শেষ আঁধারেও আমি তোমাকে দেখেছিলাম আবার ভোরের প্রথম আলোয় আমি তোমার দিকেই চেয়েছিলাম! আমার ডাক শুনেই তো তোমার ঘুম ভেঙ্গেছিল!!! ফোলা চোখে তাকিয়ে কি মিষ্টি করেই না তুমি হেসে বলেছিলে... ডাকলে না কেন? সূর্যোদয় টা যে একসাথে দেখার কথা ছিল । .দেখতে দেখতে সব কিছু পরিষ্কার হয়ে গেলো!!যেখানে রাতের শেষ সেখানেই নতুন দিনের প্রারম্ভের অস্তিত্ব ... নতুন সূর্য উঠল, কিচির মিচির পাখির ডাকে সম্বিত ফিরে পেলাম...শুধু একবার নিজের মনেই বললাম ... দেখলে না তো কেমন করে একটি রাতের শেষে কেমন করে একটা নতুন দিনের জন্ম হোলো.. একই লগ্নে ...., আমার চোখে চোখ রেখে শুধু একবার দেখে নিও ...
...আমার অর্ধ সমাপ্ত খোলা চিঠি...খুব সাধারণ হয়েও...আমার কাছে অসাধারণ ...
ইতি…
1 কমেন্টস্:
Ek kathai bolte gele bolte hoy .. bah!!! porar poreo shudhu mugdhotaar resh e chhoriye thake, joriye thake...
একটি মন্তব্য পোস্ট করুন