তিলোত্তমা
স্নেহাশীষ দাস
বেকার জীবন।। অলস দুপুর।। শেষ বিকেল।।
তুমি আর আমি।।
কলেজ স্ট্রীট।। বই পাড়া।। কফি হাউস।।
ঠোঁটে সিগারেট।।
ভিক্টোরিয়া।। সেন্ট্রাল পার্ক।।
আলতো চুমু।।
নন্দন।। প্রাচী।। দর্পনা।।
জমিয়ে বাংলা সিনেমা।।
শিয়ালদহ ষ্টেশণ।। শহরের ফুটপাথ।।
ভিখারীর কোলাহল।।
দক্ষিণেশ্বর।। কালীঘাট।। আদ্যাপীঠ।।
মায়ের প্রার্থনা।।
শোভাবাজার গঙ্গার ঘাট।। প্রিন্সেপ ঘাট।।
খোলা হাওয়ায় কিছুক্ষণ।।
বাংলা ব্যান্ড।। লিটল ম্যাগ।।
মনের ভাবাবেগ।।
ফুটবল।। ক্রিকেট।। ক্লাব।।
উত্তেজনার ছড়াছড়ি।।
পুজোর চাঁদা।। অটোওয়ালার দাদাগিরি।।
জুলুমবাজি।।
তারই মাঝে,,,
সম্প্রীতি।। আনন্দের হুটোপাটি।।
কোলকাতা আছে কোলকাতাতেই।।
স্নেহাশীষ দাস
বেকার জীবন।। অলস দুপুর।। শেষ বিকেল।।
তুমি আর আমি।।
কলেজ স্ট্রীট।। বই পাড়া।। কফি হাউস।।
ঠোঁটে সিগারেট।।
ভিক্টোরিয়া।। সেন্ট্রাল পার্ক।।
আলতো চুমু।।
নন্দন।। প্রাচী।। দর্পনা।।
জমিয়ে বাংলা সিনেমা।।
শিয়ালদহ ষ্টেশণ।। শহরের ফুটপাথ।।
ভিখারীর কোলাহল।।
দক্ষিণেশ্বর।। কালীঘাট।। আদ্যাপীঠ।।
মায়ের প্রার্থনা।।
শোভাবাজার গঙ্গার ঘাট।। প্রিন্সেপ ঘাট।।
খোলা হাওয়ায় কিছুক্ষণ।।
বাংলা ব্যান্ড।। লিটল ম্যাগ।।
মনের ভাবাবেগ।।
ফুটবল।। ক্রিকেট।। ক্লাব।।
উত্তেজনার ছড়াছড়ি।।
পুজোর চাঁদা।। অটোওয়ালার দাদাগিরি।।
জুলুমবাজি।।
তারই মাঝে,,,
সম্প্রীতি।। আনন্দের হুটোপাটি।।
কোলকাতা আছে কোলকাতাতেই।।
1 কমেন্টস্:
কল্লোলিনী, তিলোত্তমা, City of Joy,যে যাই বলুক, এ মহানগর গতিশীলতার উদাহরন, বেঁচে থাকার উপকরন,জীবনকে ভালো করে যাচাই করে নেবার পীঠস্থান।যা কিছু ঘটছে ঘটুক , no পরোয়া, কোলকাতা আছে কোলকাতাতেই।।
অসাধারন লিখেছিস রে স্নেহা, just ফাটাফাটি।।
একটি মন্তব্য পোস্ট করুন