১৩ এপ্রি, ২০১৩

কবিতা - রাজর্ষি মজুমদার


সেইসব কুকুরদের প্রতি
রাজর্ষি মজুমদার


সেইসব কুকুরদের প্রতি – যারা রাত কাটায় ডাস্টবিনে।
রক্তাক্ত আঁচড় কামড়ে, অনিয়ন্ত্রিত যৌনতায়।
যাদের নিয়ে কবিতা লেখা হয়নি।
যারা মাঝে মাজেই চীৎকার করে ওঠে –
উদ্দাম আবেগের বহিঃপ্রকাশে।

প্রজননকালে কুক্কুরীর কাছে যায়।একসাথে।
আবার যৌনতা। অবাধ। ওদের এইডস এর ভয় নেই।
উৎপাদিত করে – তাদের সন্তান।আরেকটা কুকুর।
আবার ডাস্টবিন,পথচলতি ঢিল,মানুষের খিস্তি।
. . . চক্রাকারে চলতে থাকে।

ওরা কি এভাবেই বাঁচবে?
কেউ কি ওদের নিয়ে চিন্তিত নয়?
ওদের নিয়ে বুদ্ধিজীবি ধর্না,হয়না বলেই শুনেছি।

জানি ওরা মার্কস পড়েনি।
সাহিত্যচর্চাও করেনা ঠিকমতন।
না হলে, একদিন ঠিক বিদ্রোহ করত।

2 কমেন্টস্:

SAMAR KUMAR SARKAR বলেছেন...

লেখাটার সম্ভাবনা ছিল,অথচ বিষয়টিকে লঘু ভাবে নেওয়ায় গন্তব্যের আগেই গোত্তা খেয়ে পড়ে গেছে।

moudasgupta বলেছেন...

আজকে অসাধারণ সব লেখা পড়ছি.. নিঃসন্দেহে এটিও অসাধারণ একটি লেখা.... একটি কবিতা ,জীবনের জলছবি ,মন্তব্য নিস্প্রয়োজন ।.....

একটি মন্তব্য পোস্ট করুন