১৩ এপ্রি, ২০১৩

কবিতা - অমিতাভ দাশ

চার –এ চতুর্মুখ
অমিতাভ দাশ


(১) উড়বি?

দূরের চৌকাঠ!...
         তুমি কি জানালায়?

রূপালি ধানভানা...
         আওয়াজ শোনা যায়?

ঈষৎ উদ্বেল...
        ঝড়েতে ডানা মেল্

ও পাখি মন চায়...
        আসি ও ঝঞ্ঝায়



(২) আধিপত্য

ধ্রুপদী ওই ত্রিপদী বিন্যাসে
                        অনিবার্য
                                ধার্য ছিল টান

দ্রৌপদী তাই মননদী সকাশে
                        মিলিয়ে নিল
                                স্বতন্ত্র সে বান

উনিশ বিশের তারতম্যে রোখ্
                        আধিপত্য
                                একজনেরই হোক

বৃত্তভাঙা নিবিড় করা চোখ
                        যে নিয়েছে
                                রূপসা শরীর ঘ্রাণ



(৩)অন্ধকার ডাইনি মাইল

অন্ধকার ডাইনি মাইল বাঁয়ে ফেলে
তুলকালাম ভালবাসার চোখ জ্বেলে!
দীপ্ত হও আর্তনাদ...ঘুম ভাঙাও!
আমায় নাও! আমায় নাও! আমায় নাও!

কোথাও কোন দুর্যোধন ভয়ংকর
আটকে দেয় নগ্নতার স্বয়ংবর
তফাৎ যাক পাগলা থাক মেহের আলী
সকল ঝুট করবো লুট! জানলি তুই!

আহ্লাদের পান্ডা এই কান্ডারী
ঝঞ্ঝাট ও দুর্যোগের ভান্ডারী
এ নীল বিষ অহর্নিশ নিস যে তাও
বললি যে? 'আমায় নাও! আমায় নাও!'


(৪) ছিপ

সময়...
এবার তোকে জামা খুলে দেখাই!

আয়
তোকে দেখাই...ঠিক

কোথায়...কোন কোণে
আমার বুকে
             কোন সুক্ষণে

নখের আঁচড় ছিপ

ফেলে
কে জানি কে

আটকেছে ট্রাফিক!



1 কমেন্টস্:

moudasgupta বলেছেন...

Char Charti durlov rotner ekotrito samabesh, charti vinno swader lekhan, charti bhinno matrar kobita.... anobaddyo!!!!

একটি মন্তব্য পোস্ট করুন