১৩ এপ্রি, ২০১৩

কবিতা - অশোক কুমার লোধ

( অলৌকিক )
একুশে ফেব্রুয়ারী ...
অশোক কুমার লোধ


ঠিক একুশ বছর আগে –
সুদীপ্ত আর মৌসম – সম্ভাবনাময় দুই নবীন কবি
একুশ বছরের দুটি উজ্বল উচ্ছল তাজা প্রাণ
সচ্ছল সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে মৌসম
সুদীপ্ত নিম্নবিত্ত ব্রাহ্মণ পরিবারের একমাত্র সন্তান
দুজনেই সংস্কারমুক্ত , সমাজ সচেতন , কবিতা পাগল ।
তাদের প্রেমের পথে বাধা হয় নি তাদের পরিবারও ।

২১ শে ফেব্রুয়ারী , ১৯৯০
বাংলা ভাষা দিবস , শহরতলীর একটি সাহিত্য সভা
সন্ধ্যা রাত্তিরে বাড়ি ফেরার পথে বর্বরোচিত ঘটনাটি -
ধর্ষিতা হলো মৌসম , আক্রান্ত হলো সুদীপ্ত ......
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এক মাস পরে ফিরল সুদীপ্ত
হারিয়ে গেলো মৌসম তার জীবন থেকে কপ্পুরের মতো ।

মৌসম মারা যায় নি , এত সহজে মৌসম হারতে শেখে নি
কবি সে , সে স্বাধীনচেতা , তার কবিতার বিষয় মানুষ , সমাজ ....
তার কবিতায় ফুটে ওঠা আনন্দ দুঃখ যন্ত্রণা তো তার ব্যাক্তিগত নয়
প্রতিদিন কত বিবেক ধর্ষিত হয় , ধর্ষিত হয় মানবিকতা , মূল্যবোধ ....
প্রতিটি ঘটনায় সে রক্তাক্ত হয় , জন্ম হয় কবিতার ।
শরীরী ধর্ষণ তেমনই একটি দুর্ঘটনা মাত্র ; ফলে সে সন্তানসম্ভবা ।
তবু সে এই অযাচিত মাতৃত্বকে মুছে ফেলতে চায় না !

তার অদম্য জেদের কাছে হার মানল তার পরিবার , পাড়ি দিল ভিন রাজ্যে ।
জন্ম নিল ফুটফুটে ছোট্ট একটি কবিতার – নাম মুসকান , জন্মেই মাতৃহারা !

২১ শে ফেব্রুয়ারী , ২০১২
স্বনামধন্য কবি সুদীপ্ত ব্যানার্জীর বাসভবনে কবিতা পাঠের আসর
উপস্থিত এক ঝাঁক উদীয়মান কবি , চলছে কবিতা পাঠ ....
মঞ্চে উঠে এলো মুসকান , স্বরচিত কবিতা পাঠ করছে সে ....
সুদীপ্তর জীবন এক নিমেষে পিছিয়ে গেলো ২১ বছর ....
৪২ এর সুদীপ্ত ২১ শের তারুণ্যে চিৎকার করে উঠলো –
কোথায় ছিলে এতদিন মৌসম ? ২১ বছর ধরে তোমাকেই খুঁজছি !
থেমে গেলো কবিতা পাঠ , থমকে গেলো সভা অবাক বিস্ময়ে !
মুসকানের হাত ধরে টেনে নিয়ে গেলো তার একান্ত আপন লেখার ঘরে ।
ঘরের প্রতিটি দেওয়ালে মুসকানের-ই ছবি ! – বাক্যহারা উপস্থিত সকলেই
একে একে ফিরে গেলো সবাই শুধু মুসকান ছাড়া - মৌসমের নবজন্ম হল ।
একুশ বছর আগে শুরু হওয়া প্রেমের কবিতাটি লেখা সম্পূর্ণ হোলো ।

2 কমেন্টস্:

SAMAR KUMAR SARKAR বলেছেন...

বিষয় বস্তু আধুনিক ও তথ্য নির্ভর। বাক্য গঠন স্থানে স্থানে দুর্বল।

moudasgupta বলেছেন...

সাদামাটা ভাষায় গল্পের ছলে বলে যাওয়া...কি সাবলীল পরিবেশনা। ভারী সুন্দর।

একটি মন্তব্য পোস্ট করুন