১৩ এপ্রি, ২০১৩

কবিতা - ভোলা রায়

খোয়াবনামা
ভোলা রায়



জানালার পাড় ঘেঁষে বাতাসে রেখো মুখ
সোজাসুজি পড়বে পড়ুক রোদেলা মুকুল
আঁচল ছেড়ে দিও,খুলে দিও চুল
গলিপথে আজ হুজুগ নেমে আসুক
আমি উন্মুখ--
রাত নিষিদ্ধ হবার আগে সদম্ভ ঘোষণা করতে চাই
নিষিক্ত বুনোতেলের যুথিকাগৃহে আমিই রেখেছি মুখ
এক দীর্ঘ প্রশ্বাসের টালমাটাল উন্মাদনায়
আমিই প্রথম বলেছি 'ভালবাসি তোমাকে'
আমিই প্রথম বলেছি 'রাণী হবে আমার'?
আমিই প্রথম ঠেলেছি সাগর
আমিই দোঁয়াব দিয়েছি হে অরণ্য
যেটুকু ঘনত্ব ধার দেওয়ার কথা ভাবছ
তার প্রতিবাদে রাজপথে নামতে আমি ইচ্ছুক নই
আমার আগুন কাঁশের পুতুল জ্বালায় না
আমার আগুন খোয়াব-এ-নামা লেখে..








1 কমেন্টস্:

moudasgupta বলেছেন...

সুন্দর ভাষা নিবিড় লেখনী।।

একটি মন্তব্য পোস্ট করুন