অরিত্রি,তুমি…
প্রিয়ঙ্কর চক্রবর্তী
অরিত্রি, আমায় নিয়ে যেতে পারো হাজার বছর পিছনে
পুরানো গুহার পেটে।
থাকবেনা কোনো বিরোধীর রক্তমাখা উপন্যাস,
রেসিগনেশন,রিটায়ারমেন্ট,
থাকবেনা প্রোমোশন, নেই সাসপেনসন।
থাকবে ঝুলে মাখা উলঙ্গ পাথরের স্বাধীন ইতিহাস,
বাঁচার যুদ্ধে ভরা রুপকথা, অজান্ত্রিক কোলাহল,
বৃষ্টির কাঁপুনি, রাতের দামামা,
থাকবে দুজনর আদিম সরলতা।
অরিত্রি, পারো নিয়ে যেতে সেই জায়গায় তুমি
পারো কি!
সকালের নিমন্ত্রনে ব্যাস্ত সময়ের হাহাকার,
দরজার পাশে উগ্র শহরের অহঙ্কারি হাই হিল,
রাস্তার পিচে বেজন্মা শিশুর ভাঙ্গা খেলনার বাটি,
শরিরের শিরায় সহনশীলতার তীব্র পারদ,
আমার ভালো লাগেনা, ভালো লাগেনি কোনোদিন।
আমি বাঁধভাঙ্গা নদির মতন হারিয়েছি পথ,
ভেঙ্গেচুরে এগোচ্ছে শুধু এগোচ্ছে আমার ভবিষ্যত্।
কেউ বাধা দেয়েনি,কেউ না।
অরিত্রি, বাধা দেবেনা তুমি?
আমার অপমানের জীভ স্বাদহীন,
আমার কবিতারা ব্যাকরণ হীন।
তারা মাত্রা জানেনা, তারা তাল মানেনা,
তারা শত সহস্র বছর ধরে ঘামে ভিঁজতে পারে,
তারা খিদের পাশে জ্বলতে জ্বলতে ছাই হতে পারে,
তারা ছন্দ মানেনা,
তারা দ্বন্দ্ব মানেনা,
তারা মুক্তি পেতে চায়
মুক্তি।
অরিত্রি, পারো নিয়ে যেতে সেই জায়গায় তুমি
পারো কি!
যেখানে আমার কবিতারা হবে শিক্ষিত,
হবে নীল ঢেউ,
হবে বালির গায়ে স্বপ্নপুড়ি।
অরিত্রি, পারো নিয়ে যেতে সেই জায়গায় তুমি
পারো কি!
1 কমেন্টস্:
শব্দেরা জীবনের আত্ম কথা বলে , আর কবিতা বলে আত্মার কথকতা....এতো ভাল লিখিস কি করে রে ভাই...
একটি মন্তব্য পোস্ট করুন