১৩ এপ্রি, ২০১৩

কবিতা - জয় সেনগুপ্ত

মাধুকরী
জয় সেনগুপ্ত


এখনো তুই স্বপ্ন হয়ে আসিস
নিদ-হারানো চিলেকোঠা এই মনে..
এখনো তোর মাতাল চকিত দিঠি
ভাসিয়ে দিস পাগল সমীরনে।
তাই ত তোকে বড্ড বাসি ভালো
তাই ত আমি নিত্য অভিসারী;
রঙ লাগিয়ে হৃদ-গগনে আজ
মাধুকরীতে প্রেরণা হয়ে এলি।।

2 কমেন্টস্:

moudasgupta বলেছেন...

শব্দচয়ণ ভীষণ স্মার্ট ।

SAYAN,blogbuster! বলেছেন...

darun

একটি মন্তব্য পোস্ট করুন