১৩ এপ্রি, ২০১৩

কবিতা - রূপম রায়

আজ কোনো কোকিল ডাকে নি
রূপম রায়


নিদ্রাচ্ছন্ন বাতাসে দ্রবীভুত মেঘ উঁকি দেয় শ্বাপদের লোভী ফুসফুস বেয়ে...

আমাদের চোখে বসন্ত আসে রক্তের আদ্রতায়...
আমাদের চাঁদ জেগে থাকে পাথরের মতো মৃত সন্তান কোলে নিয়ে...
কত কথা কানে কানে বলে যায় রক্তিম বারুদ মুখে...

আর বদ্ধ প্রাচীর ঘেরা শূন্য চোখের স্তরে স্তরে প্রশ্নের ভীড়...
মানুষের হাতে হাতে বেয়ে নিষ্ঠুর শিকড়ের ঘ্রান হঠাত্‍ জাগায় কোন ক্লান্ত পরীকে...

আলোকিত মৃত্তিকার ধমনি বেয়ে আসবে না কোকিলের বসন্ত...

1 কমেন্টস্:

moudasgupta বলেছেন...

অনন্যসুন্দর,মুগ্ধতা ছড়িয়ে গেল। বাহ্।।

একটি মন্তব্য পোস্ট করুন