গোলাপকলি
অভিলাষা
ও আমার গোলাপকলি,কবে ফুটবি রে তুই বল,
হেসে খেলে হাওয়ার সাথে তাল মিলিয়ে চল।
লাজে রাঙা গালের আভা,যেন স্ফটিকের বিচ্ছুরণ ,
তোকে দেখেই কান্না চেপে হাসতে পারে মন।
ধীরে ধীরে ফুটে ওঠা,গন্ধে ভরিয়ে তোলা,
রঙ ছড়িয়ে পাপড়ি মেলে আলোর সাথে খেলা।
গোলাপকলি,সই রে আমার,চোখে জলের বান,
রঙ হারিয়ে পাপড়ি খসে যখন তোর জীবন অস্তমান ।
আমার কথা যা শুনে যা, আমার সাধের সই,
গোলাপ হয়েই আসিস আবার,অপেক্ষাতে রই।।
অভিলাষা
ও আমার গোলাপকলি,কবে ফুটবি রে তুই বল,
হেসে খেলে হাওয়ার সাথে তাল মিলিয়ে চল।
লাজে রাঙা গালের আভা,যেন স্ফটিকের বিচ্ছুরণ ,
তোকে দেখেই কান্না চেপে হাসতে পারে মন।
ধীরে ধীরে ফুটে ওঠা,গন্ধে ভরিয়ে তোলা,
রঙ ছড়িয়ে পাপড়ি মেলে আলোর সাথে খেলা।
গোলাপকলি,সই রে আমার,চোখে জলের বান,
রঙ হারিয়ে পাপড়ি খসে যখন তোর জীবন অস্তমান ।
আমার কথা যা শুনে যা, আমার সাধের সই,
গোলাপ হয়েই আসিস আবার,অপেক্ষাতে রই।।
2 কমেন্টস্:
"ও আমার গোলাপকলি,কবে ফুটবি রে তুই বল,
হেসে খেলে হাওয়ার সাথে তাল মিলিয়ে চল। " ----না লিখে যদি
"ও আমার গোলাপকলি,ফুটবি কবে বল,
হেসে খেলে হাওয়ার সাথে তাল মিলিয়ে চল।" - লিখলে ছন্দ টা শুনতে আরও ভাল লাগবে।
লাজে রাঙা গালের আভা,যেন স্ফটিকের বিচ্ছুরণ, --- এই ছত্রে ছন্দ ভঙ্গ হয়েছে। তুমি লাইন দুটিকে এইভাবে সাজাতে পারো :-
লাজে রাঙা গালের আভায় স্ফটিক বিচ্ছুরণ,
তোকে দেখেই কান্না চেপে হাসতে পারে মন।
ধীরে ধীরে ফুটে ওঠা,গন্ধে ভরিয়ে তোলা,----- ভরিয়ে কথাটায় "য়"-এ জোর পড়েনা বলে ছন্দের ঘাটতি হয়। অর্থ ও ভাবধারা ঠিক রেখে এই ভাবে লিখতে পারো :-
ধীরে ধীরে ফুটে ওঠা,গন্ধে আমোদ বেলা,
রঙ ছড়িয়ে পাপড়ি মেলে আলোর সাথে খেলা।
" গোলাপকলি,সই রে আমার,চোখে জলের বান,
রঙ হারিয়ে পাপড়ি খসে যখন তোর জীবন অস্তমান । ---- এটাকে এইভাব সাজাও "-
গোলাপকলি,সই রে আমার,চোখে জলের বান,
বর্ণহারা জীবন টা তোর যখন অস্তমান। শেষের দুই লাইন সঠিক। সুতরাং কবিতার নতুন রূপ হয়।:
"ও আমার গোলাপকলি,ফুটবি কবে বল,
হেসে খেলে হাওয়ার সাথে তাল মিলিয়ে চল।
লাজে রাঙা গালের আভায় স্ফটিক বিচ্ছুরণ,
তোকে দেখেই কান্না চেপে হাসতে পারে মন।
ধীরে ধীরে ফুটে ওঠা,গন্ধে আমোদ বেলা,
রঙ ছড়িয়ে পাপড়ি মেলে আলোর সাথে খেলা।
গোলাপকলি,সই রে আমার,চোখে জলের বান,
বর্ণহারা জীবন টা তোর যখন অস্তমান।
আমার কথা যা শুনে যা, আমার সাধের সই,
গোলাপ হয়েই আসিস আবার,অপেক্ষাতে রই।।
অসংখ্য ধন্যবাদ দাদা, নবীনা কবির সৌভাগ্য যে নিজের লেখার মান বাড়াতে আপনার মূল্যবান পরামর্শ পেল।
কবিতাটি আদতে বাংলায় লেখা নয়। এটি আসল কবিতার বঙ্গানুবাদ মাত্র।
My pinky rose
Abhilasha
Oh my Pink rose,I like to watch you grow
Dancing,swinging,when the breeze use to blow
Your cheek is tipped with blush.
Like a pink glow beyond the crystal glass
Pinky rose, you are true,
You make me happy when I am blue,
You are always in constant bloom
your fragrance slowly consume
Rosy petals,Pretty and bright
Flourish nicely in the sunlight .
I will care to keep you in bloom
Will shed my tears when you will be in doom
Though,I will plight with you, my pinky rose,
Rose-petals,You,of course,are a rose.
অভিলাষার FB Account এইমুহূর্তে Deactive থাকায় কবির উত্তর দিতে হয়ত দেরী হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন