১৩ এপ্রি, ২০১৩

কবিতা - কাজী এনামুল হক

বিদেশ বৈভব
কাজী এনামুল হক


বিদেশ মানেই বিষয় ভাবনা সব মানুষের মনে,
এক যুগের প্রবাস জীবন ছোট্ট করে বলি কেমনে!
স্বদেশ বিদেশ তফাৎ বড় চাল-চলন; জীবন যাপনে,
পেটের দায়ে পড়ে থাকি পয়সা কড়ির প্রলোভনে।

জায়গা-জমি, সোনা-দানা সব খুইয়ে বিদেশ পাড়ি,
পুরো সংসার; স্ত্রী-সন্তান রয় পড়েগো দেশের বাড়ী।
দালাল সেসব জেনেও করে লাভের জন্য প্রতারনা,
সঠিক কাজটি পাইনা এসে; মেয়ে হলেতো কুমন্ত্রনা।

মাসের শেষে হয়না বেতন কোথাও আর নিয়ম মেনে,
থাকা-খাওয়া কোম্পানীর তবু কর্ত্ন মাস-বেতনে।
অসুখ-বিসুখ হয় যদিগো হাসপাতালে লম্বা লাইন,
মরে গেলেও লাশ পৌঁছাতে আজব রকম লম্বা আইন।

একটি মুঠো ভাতের জন্য এতো যে সব কষ্টে ভুগি,
সব জেনেও দেশ প্রধানে সমাধানে হয়না উদ্দোগী।


2 কমেন্টস্:

SAMAR KUMAR SARKAR বলেছেন...

এ যেন কবিতার আধারে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের উন্নয়নশীল দরিদ্র দেশগুলির দরিদ্র মানুষের জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে বিদেশে বসবাসের এক করুণ প্রতিচ্ছবি।

moudasgupta বলেছেন...

অভিনন্দন ভাইটি,কলমের মুন্সীয়ানর জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন