১ অক্টো, ২০১৩

কবিতা - মৌ সেন

দিদিমনি
মৌ সেন



শরতের আকাশে চোখ রেখেছো?
স্তূপ মেঘ নানা ছবি একে চলেছে ঘন নীল ক্যানভাসে।
কবি মন তোমার –
তুমি পড়াচ্ছো ছেলেদের - 'দেশের উন্নতি '।
ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে তোমার দিকে।
তুমি বোঝাচ্ছো দেশের মানুষের খিদে পায় -
ছেলেরা হা করে খাচ্ছে তোমার চোখ, মুখ, ঢালু জমি .......
তুমি বলছো - "প্রতি হাত কাজ চায় " -
ছেলেদের হাত ঘেমে উঠছে ।
তুমি আর কবে বুঝবে যে ‘শরত আসছে ‘–
ছেলেরা বড় হচ্ছে শরতের আলোয়।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন