১ অক্টো, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা

সম্পাদকীয়


বৃষ্টি পিছু না ছাড়লেও মহালয়া এসে গেল। বানভাসি মানুষেরও একটু ডাঙার খোঁজ – মায়ের আবাহন যে করতেই হবে। বহুজাতিকদের হাতে খড়ি নিয়ে ‘মল’ থেকে গাঁয়ের মাতঙ্গিণী বস্ত্রালয়,কেষ্ট বেনে,যদু মযরা-সবারই আশা তার সন্তান নতুন করে সাজবে আর মাকে দর্শন করবে।তাই সাজ সাজ রব সর্বত্র।ভোটরঙ্গ, খুন-ধর্ষণ, শিক্ষালয়, হাপাতালে নৈরজ্য কাল ছিল আজ আছে থাকবেও।কিন্তু শরৎ,আগমনী সেতো বারাবার নয়।

সবার সাথেই তাই ‘প্রেরণা’ ও তার ডালি সাজিয়ে এল শিউলী সাপলা শালুকের সাথে কলমের কলরবে। কৌলিন্যে না হলেও আন্তরিকতায় এই পরিবার এগিয়ে এসেছে সদাই – সবার রঙে রঙ মেলাতে।

আমরা একসাথে সব অবক্ষয়,বিচ্যুতিকে জব্দ করেই সুস্থতার পথে পা রাখবো।

আমাদের আগামী উপস্থিতি দেওয়ালীর দীপশিখা হাতে। ততদিন এখানে গাঁথামালার ফুলের সাহচর্যে পূজার দিনগুলি
রঙীন থাকুক সবার।


সম্পাদক মণ্ডলী
‘প্রেরণা অনলাইন’

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন