ভ্রমণ নিয়ে-১
অনিমেষ সিংহ
গোওয়া তে পাথর ভাঙ্গার মেশিন আছে ?
থাকবে নিশ্চয়ই !
সমুদ্রের ঢেউ ধ্রুপদী গানে ঘুম পাড়ায় !
গায়ের সমস্ত জ্বালা
মুছে দেয় বন-ঝাউ ?
দেয় হয়ত !
যাবে যদি যেতে পার
কচি-কলাপাতার মতন ঠোঁট,
লবণ আঙ্গুলে নিষ্পেষিত হবে...
আমি থাকিনা কোনও অমরায়,
লুকিয়ে রাখব এমন বুক কই।
যাও।
বিছানায় লবণ ফুল ! নিশ্বাসে...!
শিহরনে, ভয় পাওয়াতে, ভালবাসায় !
পলকে অশ্রুর স্বাদ...,লবনাক্ত ?
হয়তবা ছুঁয়ে দিলে লজ্জাও সমুদ্র ।
ওখানে গোওয়ানিজ মেয়েদের লম্বা লম্বা উরু,
গোড়ালি তে গোলাপি হ্রদ
ডুবিয়ে নিতে জানে ?
জানবে নিশ্চয়ই !
তবে না হয় দাঁতে দাঁত চেপে আমিও
অরণ্যের দিকে হেঁটে যাব।
কোকিলের মতো ছেলে মেয়েরা
রোদ মাখতে মাখতে মিশে যাবে শাঁখচিলের ডানায়...
পোতাশ্রয়ের দিকে ছুটে আসবে
ঝাঁকে ঝাঁকে কৃষ্ণসার হরিণ !
তোমার চোখে শালিক পাখির মতো রঙ।
আমি শাল ফুলের সাথে উড়ে উড়ে ফিরি
মরুভূমি এ বুকে দগ্ধ দ্বিপ্রহরে
সাগরের লোনা ঘাম মাটি ছুঁয়ে যায়...
ডাহুকের মতো নাক ডাকি,
তারপর,দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলে...
একটি সুন্দর মরমী কবিতা লিখে
পাঠাব তোমায়...
ভ্রমণ বিষয়ক।
গোওয়া তে পাথর ভাঙ্গার মেশিন আছে ?
থাকবে নিশ্চয়ই !
সমুদ্রের ঢেউ ধ্রুপদী গানে ঘুম পাড়ায় !
গায়ের সমস্ত জ্বালা
মুছে দেয় বন-ঝাউ ?
দেয় হয়ত !
যাবে যদি যেতে পার
কচি-কলাপাতার মতন ঠোঁট,
লবণ আঙ্গুলে নিষ্পেষিত হবে...
আমি থাকিনা কোনও অমরায়,
লুকিয়ে রাখব এমন বুক কই।
যাও।
বিছানায় লবণ ফুল ! নিশ্বাসে...!
শিহরনে, ভয় পাওয়াতে, ভালবাসায় !
পলকে অশ্রুর স্বাদ...,লবনাক্ত ?
হয়তবা ছুঁয়ে দিলে লজ্জাও সমুদ্র ।
ওখানে গোওয়ানিজ মেয়েদের লম্বা লম্বা উরু,
গোড়ালি তে গোলাপি হ্রদ
ডুবিয়ে নিতে জানে ?
জানবে নিশ্চয়ই !
তবে না হয় দাঁতে দাঁত চেপে আমিও
অরণ্যের দিকে হেঁটে যাব।
কোকিলের মতো ছেলে মেয়েরা
রোদ মাখতে মাখতে মিশে যাবে শাঁখচিলের ডানায়...
পোতাশ্রয়ের দিকে ছুটে আসবে
ঝাঁকে ঝাঁকে কৃষ্ণসার হরিণ !
তোমার চোখে শালিক পাখির মতো রঙ।
আমি শাল ফুলের সাথে উড়ে উড়ে ফিরি
মরুভূমি এ বুকে দগ্ধ দ্বিপ্রহরে
সাগরের লোনা ঘাম মাটি ছুঁয়ে যায়...
ডাহুকের মতো নাক ডাকি,
তারপর,দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলে...
একটি সুন্দর মরমী কবিতা লিখে
পাঠাব তোমায়...
ভ্রমণ বিষয়ক।
1 কমেন্টস্:
DHONYOBAD...
একটি মন্তব্য পোস্ট করুন