২৯ অক্টো, ২০১৩

কবিতা - অশোক কুমার গাঙ্গুলি

মহা পুষ্পাঞ্জলি
অশোক কুমার গাঙ্গুলি



সপ্তমীর সন্ধ্যাবেলা ,
দাঁড়িয়ে আছি বারান্দায় ,
তাকিয়ে দেখি এক গাছ ভর্তি সুগন্ধি শিউলি ,
অনেক ভেবে স্থির করলাম মনের মাঝে তাই ,
কাল ওতেই দেব অষ্টমীর মহা পুস্পাঞ্জলি ...
হঠাত বাগানে চোখ মেলতেই দেখি ,
একটা বাচ্ছা ভিকিরি ছেলে ,
একি অকল্যাণ !
আমার সাধের শিউলিগুলি ,
বেটা যাচ্ছিলো তুলে নিয়ে !!!!!!!
দৌড়ে গিয়ে জাপটে ধরে ,
তারে দিলেম কয়েক ঘা !!!
কিন্তু , হতচ্ছাড়া বেয়াদব ছেলে ,
একদম ই কাঁদতে জানে না !!!
আমার চোখে তাকিয়ে বলে ,
“ বাবু , কাল সকালে এই ফুল গুলো ,
যদি বেচতে পারি আমি ,
মেলাই যাব ভাইর সাথে ,
কিনে দেব হরেক রখম খেলনা ,
কিন্তু মা বলেছেন মেলার জিনিস ,
একটু খানি দামী ...
আর কাল বিকেলে ভাই কে নিয়ে ,
সুধু একটু ঠাকুর দেখতে চাই ,
দাওনা বাবু কয়েকটা ফুল ,
আমি ধরছি তোমার পা ই “ ...
সপ্তমীর ঐ সন্ধ্যারতির , ঘণ্টা ধ্বনির তালে ,
মন সাগরে উঠলো জোয়ার ,
বাচ্ছার দুই হাথ ভরাই শিউলি ফুলে ,
ঠিক করেছি এবার আমি ও মা তোমাই বলি ,
“ কাল সকাল হলেই দেবো অঞ্জলি আর ,
তার সাথেই হয় যেন মোর স্বার্থ জলাঞ্জলি “ ...
শুভ শারদীয়ার এই কটি দিন কাটুক সবার ভালো ,
আশীর্বাদ করিস মা গো , সবাই তো সন্তান ,
তাই উচ্চ নীচ সবার ঘরেই জ্বলে যেন আনন্দের-ই আলো ...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন